বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফাইনালের আগে প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের যুবাদের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু শেষ লড়াইয়ের ফল থামিয়ে দিয়েছে বৃষ্টি। ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয়বারের মতো পরিত্যক্ত হলো টাইগার যুবাদের ম্যাচ।
কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪৪ রানে অলআউট হয় ভারত। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫.৫তম ওভারে ২ উইকেটে ১৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। পরবর্তী সময়ে খেলা চালানো আর সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত হয়।
এ দিন ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ২৮ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে তারা। ৬৫ রানের মাথায় হারায় আরো দুই টপঅর্ডার ব্যাটসম্যানকে। চাপে পড়া দলের হাল ধরেন শুভং হেগড়ে। চারটি চারে ৯৭ বলে ৬৯ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে দলকে ২৪৪ রানের পুঁজি এনে দেন। তাঁর সঙ্গে ৩৭ রান করেন দিব্যানস সাক্সেনা।
বাংলাদেশের অফস্পিনার শামিম হোসেন এবং দুই পেসার শরিফুল ইসলাম ও অভিষেক দাস নেন তিনটি করে উইকেট।
জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। এক রানে ফিরে যান তানজিদ হাসান। এরপর দলীয় ১২ রানে প্রান্তিক নওরোজের উইকেট হারায় জুনিয়র টাইগাররা। দুই উইকেটে ১৯ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু করা না গেলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আগামী রোববার ব্রাইটনে ফাইনালে ভারতের মুখোমুখি হবে আকবর আলীর দল।