রিয়ালকে জেতালেন হ্যাজার্ড
প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে জেতালেন এইডেন হ্যাজার্ড। বেলজিয়ামের এই ফরোয়ার্ডের একমাত্র গোলে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল জাল্টসবুয়াককে ১-০ ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের দল। স্পেনের অন্যতম ক্লাবটির হয়ে এই প্রথম গোলের দেখা পান হ্যাজার্ড।
এদিন ম্যাচের শুরুটা দুর্দান্ত হয় দুই দলেরই। আক্রমণেও প্রায় সমানে সমান। প্রতিপক্ষ শিবিরে পাঁচবার টার্গেট শট নেয় রিয়াল। যদিও তাতে গোলের দেখা পায়নি দলটি। রিয়াল শিবিরে তিনবার শট নেয় রেড বুল জাল্টসবুয়াকও।
ম্যাচের ১৯তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন হ্যাজার্ড। সতীর্থ করিম বেনজেমার বাড়ানো বল ধরে ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।
এর পরে আর কোনো ব্যবধান না বাড়লে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় জিদান শিষ্যদের।
এই নিয়ে প্রাক-মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল রিয়াল। এ ছাড়া গত সপ্তাহে আউডি কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফেনেরবাখকে ৫-৩ গোলে হারিয়েছিল তারা।