অধিনায়ক রুমানার আক্ষেপ-অনুরোধ
দেশের হয়ে প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতে বাংলাদেশের মেয়েরা জানান দিয়েছিলেন নিজেদের শক্তির কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও আলো ছড়ান রুমানা-সালমারা। জয় পান আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজেও। কিন্তু এসব সাফল্যের মধ্যেও নিজেদের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বাংলাদেশ নারী ক্রিকেট দল।
চলতি বছরের আট মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচের মুখ দেখেনি নারী দল। ক্রিকেট বোর্ড থেকে শুরু করে স্পন্সর কোম্পানির আগ্রহ নেই নারী ক্রিকেট নিয়ে। গতকাল বুধবার নিজেদের ক্রিকেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ নারী দলে টি-টোয়েন্টি অধিনায়ক রুমানা আহমেদ। নারী ক্রিকেটের পাশে থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছেন নারী দলের অন্যতম এই সদস্য।
গতকাল রাজধানীর মিরপুরে নিজের আক্ষেপের কথা জানিয়ে রুমানা বলেন, “আপনাদের কাছে আমাদের একটা দাবি কিংবা অনুরোধ আছে। আপনারা যত আমাদের কথা প্রচার করবেন, ততই আমরা এগিয়ে যাবো। দক্ষিণ আফ্রিকায় আমাদের ইমার্জিং দল যে ভালো খেলেছে, সেটা দেশের খুব কম মানুষই জানতে পেরেছে। অথচ ছেলেদের ‘এ’ দল বা অনূর্ধ্ব-১৯ দল নিয়েও প্রচার হয়। আমাদের নিয়ে যদি একটু আপনারা প্রচারণা করেন, তাহলে আমাদের জন্য আরো ভালো হবে।”
নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে রুমানা আরো যোগ করেন, ‘আমরা এশিয়া কাপ যেহেতু নিয়ে আসতে পেরেছি, আমাদের লক্ষ্য কিন্তু অনেক দূর। বিশ্বকাপ জেতার চিন্তাও আমরা করতে পারি। আমরা যদি ছোট ছোট করে এগোতে থাকি, তাহলে ছেলেদের সঙ্গে সঙ্গে নারীদের ক্রিকেটটাও অনেকদূর এগিয়ে যাবে। আমার অনুরোধ থাকবে খুব শিগগির যাঁরা আমাদের অফিশিয়াল আছেন, তাঁরা যেন আমাদের নিয়ে ভাবেন।’