Beta

ডেঙ্গু নিয়ে মুশফিকের বার্তা

০৮ আগস্ট ২০১৯, ১২:৩২

স্পোর্টস ডেস্ক

ডেঙ্গু জ্বরের ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা দেশে। দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। এরই মধ্যে সারা দেশে বেশ কয়েকজন ডেঙ্গুতে মারা গেছেন। ডেঙ্গু মোকাবিলা করা কঠিন হয়ে যাচ্ছে। বিষয়টি ভাবাচ্ছে টাইগারদেরও। যার জন্য ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন পরামর্শ এবং সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন ক্রিকেটাররা। কয়েক দিন আগে ডেঙ্গু নিয়ে সচেতন হওয়ার অনুরোধ করেছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। এবার ডেঙ্গু সচেতনতায় বার্তা দিলেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সবাইকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন মুশফিক। ফেসবুকে তিনি লিখেছেন,  ‘আসসালামু আলাইকুম, আমি মুশফিকুর রহিম বলছি। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু জ্বর খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় আমাদের আতঙ্কিত না হয়ে, সচেতন হওয়াটা খুব জরুরি। ডেঙ্গু হলো এডিস মশাবাহিত একটি রোগ, এডিস মশার মাধ্যমে এ রোগ ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে সবার আগে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে।’

লঙ্কান সফর শেষে দেশে ফিরে ফেসবুক বার্তায় সাব্বির লিখেছিলেন, ‘ঢাকার পাশাপাশি বাইরের জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগীরা। তবে অনেকে হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। সবাইকে অনুরোধ জানাচ্ছি, ডেঙ্গুতে আক্রান্ত হলে বা লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবার সচেতনতাই মুখ্য। মহান সৃষ্টিকর্তা সবাইকে হেফাজতে রাখুন।’

গত বৃহস্পতিবার রাজধানীর একটি স্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্যক্রমে অংশ নেন সাকিব আল হাসান। ডেঙ্গু মোকাবিলা নিয়ে সবার  উদ্দেশে সাকিব বলেন, ‘আমাদের দায়িত্ব এই শহরকে ভালো রাখার। আমাদের উচিত সবাইকে সচেতন করা। সে জন্যই মনে হয়েছে আমারও কিছু করা উচিত। তাই সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়েছি।’

ডেঙ্গু মোকাবিলায় কাজ করে যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। ডেঙ্গু পরীক্ষা করার জন্য এরই মধ্যে নিজ নির্বাচনী এলাকার দুটি হাসপাতালে ব্যক্তিগত অর্থায়নে কিটস সরবরাহ করেছেন নড়াইল এক্সপ্রেস।

Advertisement