লর্ডস টেস্টে নেই মইন আলি
বার্মিংহাম টেস্ট ভালো কাটেনি মইন আলির। দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। টেস্টের দুই ইনিংসে ১৭২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে করেছেন মাত্র ৪ রান। তাতে স্বাভাবিকভাবে লর্ডসে অনুষ্ঠিতব্য অ্যাশেজের দ্বিতীয় টেস্টে জায়গা হয়নি এই ইংলিশ তারকার।
গতকাল শুক্রবার দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। লর্ডসের একাদশে ডাক পেয়েছেন তরুণ বোলার জফরা আর্চার। প্রথম টেস্টের স্কোয়াডেও নাম ছিল তাঁর। কিন্তু সাইড স্ট্রেইনের কারণে ছিটকে যান তিনি। এ ছাড়া ১২ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন সমারসেটের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ।
প্রথম টেস্টে দুর্দান্ত বোলিংয়ে দারুণ শুরু করলেও সেটা ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। যার ফলে অস্ট্রেলিয়ার কাছে এজবাস্টনে ২৫১ রানে হারে জো রুটের দল। হারের ক্ষত ভুলে আপাতত লর্ডসে জয়ে ফেরার অপেক্ষা বিশ্বচ্যাম্পিয়নদের। আগামী বুধবার থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড স্কোয়াড : জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, জো ডিনলি, জ্যাক লিচ, জেসন রয়, বেন স্টোকস ও ক্রিস ওকস।