নেইমার-সুয়ারেজ জুটিতে বার্সার দারুণ জয়
দলের সেরা তারকা লিওনেল মেসির অনুপস্থিতি টেরই পেতে দিচ্ছেন না নেইমার ও লুইস সুয়ারেজ। একের পর এক গোল করে বার্সেলোনার জয়যাত্রা অব্যাহত রেখেছেন ব্রাজিল ও উরুগুয়ের এ দুই তারকা ফরোয়ার্ড। বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বাতে বোরিসভের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় দিয়ে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেছে কাতালানরা। জোড়া গোল করেছেন নেইমার। দলের অপর গোলটি এসেছে সুয়ারেজের পা থেকে।
‘ই’ গ্রুপের প্রথম চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রোমা ও বায়ার লেভারকুসেনের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানও অনেক। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালিয়ান ক্লাব রোমা। লেভারকুসেন তৃতীয় স্থান দখল করেছে ৪ পয়েন্ট নিয়ে।
নিজেদের মাঠ, ন্যু ক্যাম্পে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি গত মৌসুমের ট্রেবলজয়ী বার্সেলোনা। খেলার ৭৭ শতাংশ সময় বলের দখল রেখেছিল নিজেদের কাছে। বার্সার রক্ষণভাগে মাত্র চার-পাঁচবার আক্রমণ চালাতে দেখা গেছে বোরিসভের ফরোয়ার্ডদের। ৩০ মিনিটে বার্সার পক্ষে প্রথম গোলটি নেইমার করেছিলেন পেনাল্টি থেকে। বার্সা প্রথমার্ধ শেষ করেছিল ১-০ ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় ম্যাচের দ্বিতীয় গোলটিরও নেপথ্যের কারিগর নেইমার। তাঁর পাস থেকে বল পেয়েই গোল করেছিলেন সুয়ারেজ। ৮৩ মিনিটে আরেকটি গোল করে বার্সার সহজ জয় নিশ্চিত করেন নেইমার।
মেসিকে ছাড়া বার্সার সর্বশেষ পাঁচটি ম্যাচে ১৩ গোল এসেছে নেইমার-সুয়ারেজ জুটি থেকে। তবে মেসির অভাব যে পূরণ হওয়ার নয়, সেটা ম্যাচ শেষে আবারো স্মরণ করিয়ে দিয়েছেন নেইমার। তিনি বলেছেন, ‘অবশ্যই আমরা লিওকে মিস করি। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু আমি এখন একটা চমৎকার সময় কাটাচ্ছি।’