বায়ার্ন মিউনিখে বিধ্বস্ত আর্সেনাল
গত অক্টোবরে আর্সেনালের মাঠে খেলতে গিয়ে ২-০ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন মিউনিখ। সেই হারের প্রতিশোধ যে তারা এভাবে নেবে, তা হয়তো কেউই ভাবতে পারেননি। নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে আর্সেনালকে রীতিমতো বিধ্বস্ত করে ৫-১ গোলের বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে বাভারিয়ানরা। প্রায় নিশ্চিত করে ফেলেছে নকআউট পর্ব।
‘এফ’ গ্রুপে প্রথম চার ম্যাচ পর ৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের সংগ্রহও ৯ পয়েন্ট। ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেব ৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সবার নিচে থাকা আর্সেনালেরও সংগ্রহ ৩ পয়েন্ট।
নিজেদের মাঠে প্রায় পুরো সময়ই দাপুটে নৈপুণ্য দেখিয়েছেন বায়ার্নের তারকা ফুটবলাররা। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর জয় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল তাদের। ১০, ২৯ ও ৪৪ মিনিটে বায়ার্নের পক্ষে প্রথম তিনটি গোল করেছিলেন রবার্ট লেভানদভস্কি, থমাস মুলার ও ডেভিড আলাবা। তবে গোলক্ষুধা তখনো ফুরায়নি বায়ার্নের খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় দলের পক্ষে চতুর্থ গোল করেন আরিয়েন রোবেন। আর ৮৯ মিনিটে আর্সেনালের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মুলার। ৬৯ মিনিটে আর্সেনালের পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করতে পেরেছেন অলিভিয়ের জিরু।