দেশবাসীকে ক্রিকেটারদের ঈদ শুভেচ্ছা
সারা দেশে আজ সোমবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশের মুসলিম সম্প্রদায় মহান আল্লাহতায়ালার উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব উদযাপন করছেন। লম্বা ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উপভোগ করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। তবে পরিবারের সঙ্গে থেকেও ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি টাইগাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ঈদমুহূর্ত শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেট তারকারা।
ফেসবুকে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকল ইবাদত, ত্যাগ, কোরবানি কবুল করে নেন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং পশু কোরবানির মাধ্যমে অর্জিত প্রিয় ও মূল্যবান ইমানি জজবা আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষায় আমাদের জীবন পরিচালিত করেন ইনশাআল্লাহ। আমার পরিবারের পক্ষ থেকে দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।’
স্ত্রী দোলার সঙ্গে একটি ছবি পোস্ট করে বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি এবং আমার পরিবারের সকলের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।’
মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির রহমানও। এ ছাড়া শুভেচ্ছা জানিয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন।
অন্যদিকে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাকিব। ফেসবুক পোস্টে পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনুরোধসহ তিনি লিখেছেন, ‘উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’