‘স্মার্ট বল’ আনছে কোকাবুরা

Looks like you've blocked notifications!

নিত্যনতুন প্রযুক্তির ছোঁয়া লাগছে ক্রিকেটে। সে তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে স্মার্ট বল। অস্ট্রেলিয়ার সাবেক পেসার মাইকেল ক্যাসপ্রাইভেস পরিচালিত বল প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাবুরা এই স্মার্ট বল বাজারে আনার ঘোষণা দিয়েছে। এমনকি আগামী বছরের বিগ ব্যাশেই এই বল বাজারে আসতে পারে বলে জানিয়েছে কোকাবুরা।

প্রতিষ্ঠানটি জানায়, বলটির মধ্যে থাকবে এক ধরনের মাইক্রো-চিপ। চিপটি একটি বৃত্তাকার সকেটে তারযুক্ত থাকবে। রাবার এবং কর্ক দিয়ে তৈরি বলটিকে দেখতে সাধারণ ক্রিকেট বলের মতোই লাগবে।

মূলত এই বল প্রতিটি মুহূর্তের তথ্য ধারণ করবে। বোলারের বল ছোড়ার মুহূর্তের গতি, গতিপথ, এমনকি ডেলিভারিসহ সব মুহূর্তের তথ্য ধারণ করবে এই স্মার্ট বল। এ ছাড়া বোলার কোন অ্যাঙ্গেলে, কত ডিগ্রিতে বল করছেন, সে তথ্যও জানাবে স্মার্ট বল। বলের ভেতরের মাইক্রো-চিপটি থেকে স্মার্টওয়াচ, ফোন বা ট্যাবলেট অ্যাপ্লিকেশনে তথ্যগুলো আদান-প্রদান করা যাবে। সব মিলিয়ে এই বলের মাধ্যমে ডিআরএস প্রযুক্তি আরো নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে পারবে।