লর্ডসেও অস্ট্রেলিয়ার দাপট

Looks like you've blocked notifications!

প্রথম টেস্টে স্টিভ স্মিথের ফেরার ম্যাচে হেসেখেলেই ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এজবাস্টনের পর এবার লর্ডসেও অস্ট্রেলিয়ার দাপট। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অসিদের বোলিং তোপে দিশেহারা স্বাগতিকরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৮ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। শেষ দিকে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩০ রান নিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া।

বৃষ্টির কারণে বুধবার মাঠে গড়ায়নি লর্ডস টেস্টের প্রথম দিন। তবে দ্বিতীয় দিন বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি। নির্বিঘ্নে খেলা হয়েছে পুরো দিন। দিনের শুরুটা মেঘলা দেখে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে শুরুতেই অসি বোলার হ্যাজেলউডের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। রানের খাতা খোলার আগে প্রথমে জেসন রয়কে ফিরিয়ে দেন হ্যাজেলউড। একে একে জো রুট-জো ডেনলিকেও টিকতে দেননি তিনি। প্রথম স্পেলে তাঁর বোলিং ফিগার ছিল ৬-৩-৫-২! শুরুর দিকে স্বাগতিক ব্যাটসম্যানদের হাত খুলে খেলতে দেননি মূলত অসি এই পেসার।

জেসন রয় ও শেষ ব্যাটসম্যান জ্যাক লিচ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন সব ব্যাটসম্যানই। অবশ্য ইনিংস বড় করতে পারেননি কেউ। সর্বোচ্চ দুই হাফসেঞ্চুরি করেন শুধু ররি বার্নস ও জনি বেয়ারস্টো। পঞ্চাশ ছোঁয়ার পর তাঁরাও ইনিংস লম্বা করতে পারেননি। ৫৩ রানে ফেরেন বার্নস আর ৫২ রানে বিদায় নেন বেয়ারস্টো। ফলে বেশিদূর যায়নি ইংলিশদের ইনিংসও। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ২৫৮ রানে থামে জো রুটের দল।

অস্ট্রেলিয়ার পক্ষে প্রথম তিনটি উইকেট নিয়েছেন হ্যাজেলউড। সমান তিনটি করে উইকেট নিয়েছেন কামিন্স ও লায়ন।