মেসিকে ছাড়াই লা লিগা শুরু বার্সার
অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। আজ শুক্রবার রাত ১টায় প্রতিপক্ষের মাঠে আতিথেয়তা নেবে বর্তমান চ্যাম্পিয়নরা।
কিন্তু নিজেদের প্রথম ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসিকে পাচ্ছে না বার্সা। পুরোপুরি সুস্থ নন বলে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না কাতালান জায়ান্টরা। যার কারণে মেসিকে ছাড়াই আজ মৌসুম শুরু করবে আর্নেস্তো ভালভার্দের দল।
প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্র সফরের আগ মুহূর্তে পেশিতে চোট পান মেসি। যার কারণে সফরে দলের সঙ্গে যেতে পারেননি। চোট এখনো পুরোপুরি সারেনি তাঁর। লা লিগায় মাঠে নামার একদিন আগেও যোগ দিতে পারেননি অনুশীলনে। তাই আর্জেন্টাইন অধিনায়ককে আপাতত বিশ্রামে রাখছে বার্সা।
প্রথম ম্যাচে মেসির না থাকার বিষয়টি জানান দলের কোচ ভালভার্দে। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা কখনো কোনো খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে চাই না। আর মেসির মতো কাউকে নিয়ে তো আরো কম ঝুঁকি নেব। সে দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি। আমরা অপেক্ষা করব এবং দেখব কী হয়।’
বার্সা স্কোয়াড : মার্ক আন্দ্রে টের স্টেগান, নেলসন সেমেদো, জেরার্ড পিকে, ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটস, কৌতিনহো, লুইস সুয়ারেজ, উসমান দেম্বেলে, রাফিনহা, ক্লিমেন্ট লংলে, আন্তোনিও গ্রিজম্যান, জর্দি আলবা, কার্লেস আলেনা, সার্জি রবার্তো, ফ্রেঙ্কি দি ইং, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো, ইনাকি পেনা ও পেরেস।