লা লিগায় হার দিয়ে শুরু বার্সার

Looks like you've blocked notifications!

স্প্যানিশ লা লিগায় নিজেদের শুরুর ম্যাচে হোঁচট খেল বার্সেলোনা। গতকাল উদ্বোধনী ম্যাচে এথলেটিক বিলবাওয়ের কাছে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এথলেটিক বিলবাওয়ের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। চোটের কারণে একাদশে ছিলেন না মূল তারকা লিওনেল মেসি। তাঁকে ছাড়া নিজেদের মেলে ধরতে পারেনি বার্সাও। যার কারণে দুর্বল এথলেটিক বিলবাওয়ের কাছে হার নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের।

ম্যাচের শুরুটা ভালো করে বার্সেলোনা। টানা আক্রমণে দুবার সুযোগ তৈরি হলেও সেটা কাজে লাগেতে পারেনি তারা। প্রথম সুযোগটা আসে ম্যাচের ৩৩তম মিনিটে। প্রতিপক্ষ রক্ষণের ভুলে ডি-বক্সের ভেতরে বল পেয়ে যান লুইস সুয়ারেজ। কিন্তু তাঁর করা শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৪৪তম মিনিটে আসে দ্বিতীয় সুযোগ। এবার ব্রাজিলের মিডফিল্ডার রাফিনিয়ার নেওয়া উঁচু কোনাকুনি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

পরপর দুবার সুযোগ হাতছাড়া করে কিছুটা চাপে পড়ে যায় বার্সা। এর মাঝে ৩৭তম মিনিটে ডান পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সুয়ারেজ।

সবমিলিয়ে ম্যাচের শেষের দিকে উল্টো গোল খেয়ে বসে বার্সা। ৮৯তম মিনিটে দারুণ এক বাই-সাইকেল কিকে গোল করে এথলেটিক বিলবাওয়েকে জয় এনে দেন স্প্যানিশ ফরোয়ার্ড আরিস আদুরিস।

আজ শনিবার লা লিগায় নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে সেল্তা ভিগোর মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সময় রাত ৯টায়।