লা লিগায় জয় দিয়ে রিয়ালের শুরু

Looks like you've blocked notifications!

লা লিগায় গত মৌসুম ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। তবে খারাপ সময়কে পেছনে ফেলে দুর্দান্ত জয়ে নতুন মৌসুম শুরু করেছে জিনেদিন জিদানের দল।

গতকাল শনিবার রাতে সেল্টা ভিগোর মাঠে বড় জয়ে লিগে শুভ সূচনা করেছে স্পেনের সফলতম দলটি। জয় পেয়েছে ৩-১ গোলে। দলের পক্ষে একবার করে জালের দেখা পেয়েছেন করিম বেনজেমা, টনি ক্রুস ও লুকাস ভাসকেস। আর স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন ইকার লোসাদা।

এস্তাদিও বেলাদোসে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছিল রিয়াল। দ্বাদশ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান বেনজেমা। সুযোগ হাতছাড়া না করে গ্যারেথ বেলের নিচু ক্রসে বল স্লাইড করে সরাসরি ঠিকানায় পাঠান ফরাসি ফরোয়ার্ড।

৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার।

৫৬তম মিনিটে লাল কার্ড দেখে বসেন লুকা মদ্রিচ। ডেনিস সুয়ারেজের পায়ে পেছন থেকে লাথি মেরে লা লিগায় প্রথম লাল কার্ড দেখলেন ক্রোয়াট তারকা।

দুর্দান্ত রিয়াল ৮০তম মিনিটে আবারও গোলের দেখা পায়। এবারের নায়ক ভাসকেস। কোনাকুনি শটে স্কোর লাইন ৩-০ করেন  স্প্যানিশ ফরোয়ার্ড। ম্যাচের শেষ মিনিটে ইকার লোসাদার গোলে ব্যবধান কমায় সেল্টা। তাতে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।