ফুটবলের প্রতিও অমিতাভের ভালোবাসা

Looks like you've blocked notifications!

গত বছর রাশিয়া বিশ্বকাপের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। আসরের প্রথম সেমিফাইনালে ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচ দেখে ছিলেন পিতা-পুত্র। ফ্রান্স জেতার পর অভিষেকও টুইট করেছিলেন এমবাপ্পেদের জয় নিয়ে।

ইউরোপের অন্যতম সেরা ফুটবল আসর ইংলিশ লিগেও চোখ রাখেন অমিতাভ বচ্চন। তিনি চেলসির একজন সাপোর্টার। দলটির সমর্থনে ফেসবুকে ছবি পোস্ট করেন ‘বিগ বি’। দেখা যাচ্ছে নীল রঙের চেলসির জ্যাকেট আর নীল চশমা পরে ছবি শেয়ার করেন এই বলিউড তারকা।

আজ রোববার লেস্টার সিটির বিপক্ষে লিগ অভিযান শুরু করছে চেলসি। কিছুদিন আগেই লিভারপুলের কাছে টাইব্রেকারে হেরে চেলসি সুপারকাপ হাতছাড়া করে। এবার চেলসির নতুন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আগামী তিন বছর চেলসির কোচের দায়িত্বে থাকবেন তিনি।

ল্যাম্পার্ড চেলসির সাবেক খেলোয়াড়। দলটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলাদাতা হয়েছিলেন তিনি। জিতিয়েছেন তিনটি প্রিমিয়র লিগ ও চারটি এফএ কাপ। দুটি লিগ কাপ ও ইউরোপা কাপ জেতাতেও চেলসিকে সাহায্য করেন তিনি। এমনকি চেলসিকে চ্যাম্পিয়নস লিগও জেতান ল্যাম্পার্ড। তাঁর কাছে চেলসির প্রত্যাশা অনেক।