ঢাকায় পৌঁছেছেন মাশরাফিদের নতুন কোচ

Looks like you've blocked notifications!

সকালে ঢাকায় পা রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। এবার চলে এসেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও। কাতার এয়ারলাইনসের একটি বিমানে আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে  ঢাকায় পৌঁছেছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

সকাল ১০টায় বাংলাদেশে পৌঁছান ল্যাঙ্গাভেল্ট। বিমানবন্দরে তাঁকে শুভেচ্ছা জানান বিসিবির কর্মকর্তারা। ঢাকায় এসে আপাতত একটি হোটেলে উঠেছেন পেস বোলিং কোচ। তাঁর সঙ্গে একই হোটেলে ওঠার কথা স্বদেশি কোচ ডমিঙ্গোর।

বিশ্বকাপের পর কোচিং বিভাগে বিশাল পরিবর্তন আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গোকে। পেস বোলিংয়ে কোর্টনি ওয়ালশের জায়গায় নেওয়া হয়েছে চার্ল ল্যাঙ্গাভেল্টকে। আর স্পিন বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বদল হননি ব্যাটিং কোচ। ব্যাটিং কোচ হিসেবে নিল ম্যাকেঞ্জি এক বছর ধরে কাজ করছেন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়েছে বিসিবি।

কদিন বাদে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। আফগানদের বিপক্ষে একটি টেস্ট খেলবে স্বাগতিকরা। এরপর জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এ দুটি সিরিজ সামনে রেখে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। আগামীকাল জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন দুই দক্ষিণ আফ্রিকান কোচ। তবে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি কবে যোগ দেবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বর্তমানে ছুটিতে আছেন আরেক দক্ষিণ আফ্রিকান কোচ নিল ম্যাকেঞ্জি। আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় এসে যাবেন তিনিও।