‘আগামী বিপিএলে থাকব কি না ভাবতে হবে’

Looks like you've blocked notifications!

কয়েকদিন ধরে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে বসছে বিপিএল গভর্নিং কাউন্সিল। মালিক পক্ষকে জানানো হচ্ছে আসন্ন বিপিএলের নতুন নিয়মকানুন নিয়ে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির মালিকদের মতামতও শুনেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় আজ বুধবার বিসিবিতে আসেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল।

বৈঠক শেষে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন নাফিসা কামাল। তারমধ্যে সবচেয়ে অবাক করার কথা হলো, লসের মধ্যে থাকলে আগামী বছর বিপিএলে খেলবে কি না, তা নিয়েও শঙ্কায় ভিক্টোরানসরা। ঘুরে ফিরে রাজশাহী কিংস ও খুলনা টাইটানসের পথেই হাঁটছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে লাভের অংশের দাবি করছেন তারাও।

আজ সন্ধ্যায় বৈঠক শেষে নাফিসা কামাল বলেন, ‘আমরা পুরোনো ফ্র্যাঞ্চাইজি। আমরা সবচেয়ে পুরোনো দল। এখন পর্যন্ত বিরতি দিতে পারিনি। কিন্তু এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি, আগামী বছর বিপিএলে থাকব কি না। এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। অবশ্যই আমরা লাভের অংশ চাইব। আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি।’

এ ছাড়া গত আসরের নিয়ম বদলের পক্ষে নন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল। তাঁর প্রশ্ন গত আসর সবচেয়ে সফল হলে কেন নিয়মের বদল হবে?  এ ব্যাপারে নাফিসা কামাল বলেন, ‘বিসিবি বারবার বলছে, গেলবারের বিপিএল ছিল ইতিহাসের সেরা সফল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট যদি সফলই মানছে বিসিবি তাহলে সেই মডেল বদল কেন আনতে হবে। বদল আনার তো কোনো মানেই হয় না। আমরা সফল মডেলের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

নাফিসা কামাল আরো বলেন, ‘নতুন চুক্তিতে আগের নিয়ম চালিয়ে যাওয়া সম্ভব। কিছু কিছু পরিবর্তন আসতে পারে, তবে মনে হয় না পুরো কাঠামো বদলে ফেলা জরুরি।’