ফিরোজ শাহ স্টেডিয়ামের নাম বদলে যাচ্ছে!

Looks like you've blocked notifications!

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে যাচ্ছে। ভারতের সদ্য প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলির নামে হচ্ছে এই স্টেডিয়ামের নাম করণ। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন এরই মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১২ সেপ্টেম্বর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নামের এই স্টেডিয়ামে স্ট্যান্ড উন্মোচন হবে। সে দিনই অরুণ জেটলির নামে কোটলার নামকরণ হবে।

আজ মঙ্গলবার এক টুইটে এমনটাই জানিয়ে দিলেন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা রজত শর্মা। জেটলিকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে রজত শর্মা বলেন, ‘অরুণ জেটলির সমর্থন আর উৎসাহে বিরাট কোহলি, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, আশীষ নেহরা, ঋষভ পন্থ ও অনান্য খেলেয়াড়রা দেশকে গর্বিত করেছেন। শুধু তাই নয় তিনি এক সময় দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তাঁর সময়ে এই স্টেডিয়াম পুরো বদলে গেছে। স্টেডিয়ামে আধুনিক সুযোগ সুবিধা এনে দেন। স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানো ও বিশ্বমানের ড্রেসিংরুমও তৈরি করাও রয়েছে তার সময়ে।’