অপরিণত মন্তব্যের কোনো অর্থ নেই, উত্তেজিত শেন ওয়ার্ন!

Looks like you've blocked notifications!

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে নাটকীয় জয়ের পর প্রশংসায় ভাসছে ইংল্যান্ড দল। তবে অস্ট্রেলীয় ক্রিকেটাররা তেমন সমালোচিত না হলেও স্পিনার নাথান লিয়ন অন্য একটি কারণে বেশ আলোচতি হচ্ছেন।

সম্প্রতি লিয়নকে টুইটে খোঁচা দেন সাবেক ইংলিশ স্পিনার ম্যাট প্রায়র। তারই প্রতিবাদে এই টুইট করেন শেন‌ ওয়ার্ন। প্রায়রের সঙ্গে লিয়নের গণ্ডগোল শুরু হয় বছর দুয়েক আগে। ২০১৭ সালের অ্যাশেজের সময় লিয়ন দাবি করেছিলেন প্রায়র নাকি ভয় পেয়ে ইংল্যান্ড থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, ‘অস্ট্রেলিয়ার পেস আক্রমণ ইংল্যান্ডের খেলোয়াড়দের ক্যারিয়ার শেষ করে দিতে পারে।’

হেডিংলে টেস্টে এক উইকেটে জয় পায় ইংল্যান্ড। ম্যাচ জয়ের পর তাঁকে খোঁচা মেরে এই টুইটটি করেন ম্যাট প্রায়র।

এর জবাবে ওয়ার্ন লিখেন, ‘এক্সকিউজ মি? লিয়ন মজা করে তোমাকে খোঁচা দিয়েছিল বলে তোমার এমন বোকা ও অপরিণত মন্তব্যের কোনো অর্থ নেই। পরিণত হও। অনেক হয়েছে এসব বোকা মন্তব্য বন্ধ করো। অ্যাশেজের এই সুন্দর খেলাটি উদযাপন করো।’

এর আগে প্রায়র লিখেছিলেন, ‘ও আমাকে খোঁচা মেরেছিল তা নিয়ে আমি চিন্তিত নই। মেনে নিচ্ছি এটা একটা দারুণ ক্রিকেট ম্যাচ। কিন্তু কমেন্ট করলে সব সময়ই পাল্টা সইতে হয় যেহেতু আমরা সবাই জানি...।’

অ্যাশেজ সিরিজ এখন ১-১ –এ সমতায়। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে পরের ম্যাচ। এবার খেলা হবে ওল্ড ট্র্যাফোর্ডে।

গত রোববার হেডিংলিতে ইংল্যান্ড ২৮৬/৯ হয়ে যাওয়ার পর বাকি ছিল ৭৩ রান। একাদশ ব্যক্তি জ্যাক লিচকে সঙ্গে করে দলকে এগিয়ে নিয়ে যান বেন স্টোকস। শেষ পর্যন্ত তিনি এনে দেন দারুণ জয়। ১১টি বাউন্ডারি ও আটটি ছক্কায় ১৩৫ রান‌ের অপরাজিত ইনিংস খেলেন স্টোকস।