কঠিন গ্রুপে বার্সেলোনা
মোনাকোতে অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের ড্র। ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয় ২০১৯-২০ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে কারা কাদের বিপক্ষে খেলবে। মোট ৩২টি দল আট গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে হোম আর অ্যাওয়ে লেগের ভিত্তিতে ম্যাচ খেলবে।
নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নস লিগের জয়ী দল, ইউরোপা লিগের জয়ী দল ও ইউরোপের শীর্ষ ছয় লিগের চ্যাম্পিয়ন ছয় দল এই আট দলকে রাখা হয় প্রথম পাত্রে। এরপর উয়েফা কো-এফিশিয়েন্ট পয়েন্ট অনুযায়ী ক্রমান্বয়ে সাজানো হয় বাকি ২৪ দলকে তিনভাগ করে তিনটি পাত্রে রাখা হয়। এভাবেই চারটি পাত্রে সাজানো হয় ৩২টি দলের নাম। প্রতিটি পাত্র থেকে একটি করে নাম তুলে তৈরি করা হয় একেকটি গ্রুপ।
প্রথম পাত্রে ছিল লিভারপুল, চেলসি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, পিএসজি ও জেনিট সেন্ট পিটার্সবার্গের নাম। দ্বিতীয় পাত্রে রাখা হয় রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, নাপোলি, শাখতার দোনেত্স্ক, টটেনহাম, বেনফিকা ও অলিম্পিক লিওঁ’র নাম। তৃতীয় পাত্রে বেয়ার লেভারকুসেন, সলজবুর্গ, অলিম্পিয়াকোস, ভ্যালেন্সিয়া, ইন্টার মিলান, ডায়নামো জাগরেব, লোকোমোটিভ মস্কো ও গেঙ্ক।
এক নজরে দেখে নেই যেমন হলো চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্ব
গ্রুপ এ : পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, গ্যালাতাসারেই
গ্রুপ বি : বায়ার্ন মিউনিখ, টটেনহাম, অলিম্পিয়াকোস, রেডস্টার বেলগ্রেড
গ্রুপ সি : ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেতস্ক, ডায়নামো জাগরেব, আটালান্টা
গ্রুপ ডি : জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লোকোমোটিভ
গ্রুপ ই : লিভারপুল, নাপোলি, সালজবুর্গ, গেঙ্ক
গ্রুপ এফ : বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাগ
গ্রুপ জি : জেনিট সেন্ট পিটার্সবার্গ, বেনফিকা, লিঁও, লাইপজিগ
গ্রুপ এইচ : চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া, লিলে