আগামীকাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে বেশ কয়েক বছর ধরেই আয়োজন হচ্ছে অনূর্ধ্ব-১২ ও ১৫ ফুটবল টুর্নামেন্ট। সে ধারাবাহিকতায় এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আগামীকাল রোববার টাঙ্গাইলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
আজ শনিবর জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
আসরের বালক বিভাগে উপজেলা পর্যায়ে ৪৮২৮টি, জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ের আটটি দলের মোট এক লাখ ১৩ হাজার ৫০ খেলোয়াড় অংশ নেবে।
আর বালিকা বিভাগে জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে আটটি দলে মোট ১১ হাজার ৮২৬ জন খেলোয়াড় অংশ নেবে।