মেসিবিহীন বার্সার আবারও হোঁচট
ইনজুরির কারণে দলে নেই ফরোয়ার্ড লিওনেল মেসি। তাঁর অনুপস্থিতিতে সুবিধাজনক অবস্থায় নেই বার্সেলোনাও। লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে হোঁচট খেয়ে বসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। লিগে তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছে বার্সা। বাকি দুটি ম্যাচের একটিতে হার ও অন্যটিতে ড্র।
গতকাল শনিবার ওসাসুনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। প্রথমে পিছিয়ে যাওয়ার পর দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। দলের পক্ষে গোল করেন আনসু ফাতি ও আর্থার মেলো। আর স্বাগতিকদের হয়ে দুটি গোলই করেন রবার্তো তরেস।
বার্সেলোনার প্রাক-মৌসুম থেকে দলে নেই মেসি। কাফ ইনজুরিতে অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার প্রথম দুই ম্যাচেও ছিলেন না আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। অবশ্য ওসাসুনার বিপক্ষে মাঠে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু পুরো ফিট না হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই ওসাসুনার মুখোমুখি হয় বার্সা। পুরোপুরি সুস্থ হয়ে ১৪ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ফেরার কথা রয়েছে তাঁর।
গতকাল প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। সপ্তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রবার্তো। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে বুলেট গতির এক ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই তারকা।
দ্বিতীয়ার্ধে ১৬ বছর বয়সী তরুণ ফাতিকে মাঠে নামান বার্সা কোচ। পাঁচ মিনিটের মাথায় কোচের আস্থার মূল্য দেন ফাতি। কার্লোস পেরেসের বাড়ানো বল হেডে দলকে সমতায় ফেরান তরুণ এই উইঙ্গার।
৬৪তম মিনিটে এগিয়ে যায় বার্সা। ‘বি’ দল থেকে উঠে আসা উঠতি ফুটবলার পেরেসের বাড়ানো বলে গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার।
এগিয়ে যাওয়ার এই সুযোগ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ম্যাচের ৮১তম মিনিটে গোল খেয়ে বসে দলটি। স্পট কিকে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন তরেস। দীর্ঘ দুই মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে উঠে আসা ওসাসুনার বিপক্ষে ড্রর তিক্ত স্বাদ পেল কাতালান ক্লাবটি।