টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট এখন মালিঙ্গার

Looks like you've blocked notifications!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড নিজের করে নিয়েছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তবে রোববারের ম্যাচটিতে তাঁর দল নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে ৫ উইকেটে। 

নিজের ৭৪তম ম্যাচ খেলতে নামা মালিঙ্গা এক ইয়র্কারে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে তুলে নেন ৯৯তম উইকেট। যার মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে যান ৯৮ উইকেট শিকারি পাকিস্তানের শহিদ আফ্রিদিকে। বার্তা সংস্থা এপি এসব তথ্য জানিয়েছে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে নেয় ১৭৪ রান। সর্বোচ্চ ৭৯ রান করা কুশল মেন্ডিস খেলেন ৫৩ বল। নিউজিল্যান্ডের হয়ে ফাস্ট বোলার টিম সাউদি নেন ২০ রানে ২ উইকেট।

জবাব দিতে নেমে ব্ল্যাক ক্যাপস ১৯.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে জয়ের বন্দর ১৭৫ রানে পৌঁছে যায়।

নিউজিল্যান্ড ১ রানের মধ্যেই তাদের প্রথম উইকেট কলিন মনরোকে হারায়। তাঁকে বোল্ড করে আফ্রিদির রেকর্ড স্পর্শ করেন মালিঙ্গা।

পরে ১৮ রানের মাথায় মার্টিন গাপটিল (১১) এবং ৩৯ রানের মধ্যে টিম সিফেট (১৫) ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা। তবে চতুর্থ উইকেট জুটিতে গ্র্যান্ডহোম (৪৪) ও রস টেইলর (৪৮) মিলে ৭৯ রান যোগ করে দলকে বিপদমুক্ত করেন। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার।