সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হার
গত মাসে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল সেভিয়া। নিজেদের মাঠে এবার তারা বধ করেছে স্প্যানিশ লিগের আরেক শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদকে। এবারের মৌসুমে লা লিগায় প্রথমবারের মতো হারের মুখ দেখেছে রিয়াল। ৩-২ গোলের হারের পর পয়েন্ট তালিকার শীর্ষস্থানও হারাতে হয়েছে রাফায়েল বেনিতেজের শিষ্যদের। লা লিগার অপর ম্যাচে নেইমার-সুয়ারেজের দারুণ নৈপুণ্যে ভিলারিয়ালকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন রিয়ালের দুই তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল ও হামেস রদ্রিগেজ। ম্যাচের একেবারে শেষমুহূর্তে রদ্রিগেজ একটা গোলও করতে পেরেছিলেন। কিন্তু সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
সেভিয়ার মাঠে শুরুতে অবশ্য রিয়ালই এগিয়ে গিয়েছিল। ২২ মিনিটে ওভারহেড কিক থেকে দর্শনীয় এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রিয়ালের ডিফেন্ডার সার্জিও রামোস। তবে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি রিয়াল। ৩৬ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান সেভিয়ার ফরোয়ার্ড সিরো ইমোবিল। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে রিয়ালকে চেপে ধরে সেভিয়া। ৬১ ও ৭৪ মিনিটে দুটি গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন এভার বেনেগা ও ফার্নান্দো লরেন্তে। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে রদ্রিগেজের করা গোলটা রিয়ালের হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে।
৩-২ গোলের এই হারের পর লা লিগার ১১ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচ খেলে শীর্ষস্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ২৭ পয়েন্ট। ২১ নভেম্বর লা লিগার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত এই ম্যাচের আগে সেভিয়ার বিপক্ষে হারটা তাই রিয়ালের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরাতে পারে।