‘ব্যাট দিয়ে ছক্কা মারতে পারলে তলোয়ার দিয়ে মানুষ মারতে পারব’

Looks like you've blocked notifications!

জম্মু-কাশ্মীর ইস্যুতে কদিন আগে হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। প্রয়োজনে ভারতকে জবাবে দেওয়ার কথা বলেছিলেন তিনি। এবার  খোলা  তলোয়ার নিয়ে হুংকার ছুড়েছেন তিনি।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে মিয়াঁদাদ বলেন, ‘আগে আমি ব্যাট দিয়ে ছক্কা মারতাম, এখন এই তলোয়ার ব্যবহার করব। আমি যদি ব্যাট দিয়ে ছক্কা মারতে পারি, তবে তলোয়ার দিয়ে মানুষও মারতে পারব। কাশ্মীরের ভাইরা, চিন্তা করবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি।’

এই কিছুদিন আগে জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে ভারতীয় কেন্দ্রীয় সরকার। নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে সামলোচনার ঝড় ওঠে। পাকিস্তানি সাবেক তরকা ক্রিকেটার শাহীদ আফ্রিদি কড়া সমালোচনা করেছিলেন। এবার আরো কড়া সমালোচনা করেন মিয়াঁদাদ।

এরআগে পাকিস্তানি সংবাদমাধ্যমকে জাভেদ মিয়াঁদাদ বলেছিলেন, ‘আমাদের কাছে পরমাণু বোমা রয়েছে। সেটা আমরা এমনি এমনি রাখিনি। প্রয়োজনে ভারতকে জবাব দেব। সারা বিশ্বে নিয়ম রয়েছে যে কেউ আত্মরক্ষার জন্য জবাব দিতে পারে। এতে কোনো অপরাধ হয় না।’

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পাকিস্তানি সাবেক অধিনায়ক বলেন, ‘ভারতীয়রা ভীতু। এখন পর্যন্ত তারা সাহসী কিছু করে দেখাতে পারেনি।’

কিছুদন আগে মোদির সরকার বাতিল করে দেয় ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা জম্মু-কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়েছিল। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই টুকরোও করে দেওয়া হলো। রাজ্য থেকে লাদাখকে বের করে তৈরি করা হলো নতুন এক কেন্দ্রশাসিত অঞ্চল, যার কোনো বিধানসভা থাকবে না। জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদাও কেড়ে নেওয়া হলো। এখন থেকে তার পরিচিতি হবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে। তবে তার বিধানসভা থাকবে। দুই কেন্দ্রশাসিত অঞ্চল পরিচালিত করবেন দুই লেফটেন্যান্ট গভর্নর।