মুশফিক-সাকিবদের বল করে তৈরি হচ্ছেন নাঈম

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে নাঈম হাসানের। এই এক বছরে খেলা হয়েছে মাত্র দুটি টেস্ট। এর মধ্যেই আপাতত দীর্ঘ পরিসরের ম্যাচের বোলার হিসেবেই নাঈমের পরিচয়। তাই টেস্ট আসতেই আবারও জাতীয় দলে ডাক পড়েছে এই অফস্পিনারের।
৫ সেপ্টেম্বর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ যখন বন্দরনগরীতে, তখন ঘুরেফিরে আলোচনায় আসছেন নাঈম। কারণ, এই মাঠেই অভিষেক ম্যাচে আলো ছাড়িয়েছেন তিনি। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট।
এবারও চট্টগ্রামের ভেন্যুতে অফস্পিনে বাংলাদেশের অস্ত্র নাঈম। নির্বাচকদের সেই আস্থা রাখতে আপাতত মুশফিক-সাকিবদের বল করেই তৈরি হচ্ছেন চট্টগ্রামের এই বোলার।
গতকাল সোমবার জাতীয় দলের নেটে নাঈমের বলে ব্যাটিং করে বেশ প্রশংসা করেছেন অভিজ্ঞ ক্রিকেটাররা। সবকিছু ঠিক থাকলে একাদশে দেখা যেতে পারে নাঈমকে।
তবে মূল পরীক্ষার আগে মুশফিক-সাকিবদের বল করে আত্মবিশ্বাস বাড়ছে নাঈমের। অনুশীলন শেষে বললেন, ‘মুশফিক ভাই, সাকিব ভাইদের বিপক্ষে নেটে বোলিং করলে অনেক চ্যালেঞ্জ থাকে। কারণ ওনারা অনেক ভালো স্পিন খেলেন। বিশ্বমানের ক্রিকেটার। ওনাদের বিপক্ষে বোলিং ভালো অনুশীলনে সাহায্য করে।’
তিনি আরো বলেন, ‘যখনই উইকেট পাই বা রান করি, তখন তো আত্মবিশ্বাসটা অবশ্যই বেশি থাকে। তবে অতি আত্মবিশ্বাসী হই না। স্বাভাবিকই থাকার চেষ্টা করি। কারণ প্রতিদিনই নতুন করে শুরু করতে হয়।’