রিয়াল ছেড়ে পিএসজিতে নাভাস

রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে নাম লেখালেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস। চার বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিলেন তিনি। অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে খেলবেন নাভাস।
গতকাল সোমবার ছিল নতুন মৌসুমের দলবদলের শেষ দিন। আর শেষ মুহূর্তেই নাভাসের অন্তর্ভুক্তি নিয়ে অফিশিয়াল ঘোষণা দিল পিএসজি। অবশ্য নাভাসের ট্রান্সফার ফির বিষয়ে মুখ খোলেনি পিএসজি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, কোস্টারিকার গোলরক্ষককে দলে ভেড়াতে নাকি দেড় কোটি ইউরো খরচ করেছে ফরাসি ক্লাবটি।
২০১৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন নাভাস। পাঁচ বছরে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে অনেক অবদান রেখেছেন এই ফুটবলার। ক্লাবটির হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগসহ মোট ১২টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন নাভাস। প্যারিসের ক্লাব পিএসজিতে যোগ দিয়ে ‘১ নম্বর’ জার্সি পেয়েছেন কোস্টারিকার এই ফুটবলার।
নাভাসের নতুন ক্লাব পিএসজি লিগ ওয়ানের চার ম্যাচে তিন জয় নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে, সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ এবারের মৌসুমেও খুব একটা ভালো শুরু করতে পারেনি। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে জিনেদিন জিদানের দল।