শেষের নাটকীয়তায় নিউজিল্যান্ডের সিরিজ জয়
কুড়ি ওভারের ক্রিকেটে ১৬২ রান ছোট লক্ষ্য। কিন্তু জবাব দিতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়েছে নিউজিল্যান্ড। শেষ ওভারে ৬ বলে দরকার ছিল ৭ রান। হাতে ৬ উইকেট। প্রথম দুই বলে টম ব্রুস ও ড্যারিল মিচেলকে ফিরিয়ে উৎসব শুরু করে দেয় শ্রীলঙ্কা। নাটকের তখনো বাকি। কারণ, মুহূর্তের মধ্যেই স্বাগতিকদের উৎসবে জল ঢেলে দেয় অতিথিরা। পরপর দুই বলে দুই ছক্কা মেরে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
গতকাল মঙ্গলবার পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচে দুই বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে টিম সাউদির দল।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে শ্রীলঙ্কা। ইনিংসের শুরুটা ভালো করেন দুই ওপেনার কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। তবে ছন্দ ধরে রাখতে পারেননি দুজন। মেন্ডিসকে ফিরিয়ে ৩৪ রানের ওপেনিং জুটি ভাঙেন সেথ র্যান্স। পরের ওভারে সাজঘরে ফেরেন পেরেরাও।
তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন আভিস্কা ফার্নান্দো ও নিরোসান ডিকভেলা। দুজন মিলে গড়েন ৬৮ রানের জুটি। ফার্নান্দোকে ফিরিয়ে এ জুটি ভাঙেন ইশ সোধি। ফেরার আগে ২৫ বলে ৩৭ রান করেন ফার্নান্দো। এরপর ৩০ বলে ৩৯ রান ডিকভেলাকে নিজের দ্বিতীয় শিকার বানান র্যান্স। পরপর উইকেট হারিয়ে কোণঠাসা শ্রীলঙ্কা শেষ পর্যন্ত কিউইদের সামনে ১৬২ রানের লক্ষ্য দাঁড় করায়।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৪৬ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল দুই বাউন্ডারি ও তিন ছ্ক্কা দিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন টম ব্রুস। ৪৬ বলে তিন চারে ৫৩ করে রান আউট হন তিনি।