আফগানদের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একমাত্র টেস্টে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। ব্যাটে-বলের লড়াইয়ে মাঠে নামার আগে টস জিতে নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন তিনি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
টেস্ট ক্রিকেটে একেবারেই নবীন আফগানিস্তান। ২০১৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট মর্যাদা পাওয়া আফগানদের বিপক্ষে আজ প্রথম টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ।
দলের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে নতুন পথচলা শুরু হচ্ছে। শুধু প্রধান কোচই নয়, পেস ও স্পিন বোলিং কোচেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। এ ছাড়া চোট থেকে সেরে ওঠায় নতুনভাবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে বাংলাদেশ দল। সব মিলিয়ে নবীন প্রতিপক্ষের বিপক্ষে অনেকটা নতুন রূপেই মাঠে নামছে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত আটটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে পাঁচটি ও টি-টোয়েন্টিতে একটিতে জয় পায় বাংলাদেশ। তাই টেস্টেও দুই দলের লড়াইটা ভালোই হবে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য টেস্ট ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে অনেক এগিয়ে বাংলাদেশ। ২০০০ সালের নভেম্বরে টেস্ট আঙিনায় পথচলা শুরু হয় বাংলাদেশের। এখন পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা। কিন্তু অভিজ্ঞতার ভাণ্ডার ভরপুর হলেও বাংলাদেশের জয় মাত্র ১৩টি, হার ৮৫টি।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
আফগানিস্তান একাদশ
ইসনাউল্লাহ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ ও জহির খান।