আফগানদের প্রথম উইকেট নিয়ে তাইজুলের সেঞ্চুরি
আফগানিস্তানকে বিপদে ফেলতে শুরু থেকেই একটু ব্যতিক্রমী বোলিং আক্রমণ সাজান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম চার ওভারে তিনজন স্পিনার ব্যবহার করেন তিনি। তাতে সাফল্যও এসেছে।
আফগানদের দলীয় ১৯ রানের মাথায় বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনের দারুণ এক ডেলিভারিতে ইহসানউল্লাহকে ব্যক্তিগত ৯ রানের মাথায় বোল্ড করেন তাইজুল। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে উইকেট শিকারের সেঞ্চুরি করলেন তাইজুল। বাংলাদেশের হয়ে সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলে তুলে নিলেন নিজের শততম টেস্ট উইকেট।
ব্যক্তিগত ২৫তম টেস্ট খেলতে নেমে শততম টেস্ট উইকেটের দেখা পান তাইজুল। তাতে তাইজুল পেছনে ফেলেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানকে। ব্যক্তিগত ২৮তম টেস্টে বাংলাদেশের পক্ষে ১০০ উইকেট শিকার করেছিলেন সাকিব।
এর আগে বাংলাদেশের হয়ে কেবল দুজনই এই কীর্তি গড়েছেন— মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান। রফিক ৩৩ টেস্ট খেলে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট নিয়েছিলেন।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
আফগানিস্তান একাদশ : ইব্রাহিম জাদরান, ইহসানউল্লাহ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, আফসার জাজাই, রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমাদজাই, কাইস আহমেদ ও জহির খান।