স্বপ্ন সত্যি হওয়ায় গর্বিত রহমত শাহ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/05/photo-1567691012.jpg)
ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে তুলে নেন হাফসেঞ্চুরি। আয়ারল্যান্ডে দ্বিতীয় টেস্টে তো সেঞ্চুরির কাছাকাছিই চলে যান। শেষ পর্যন্ত ৯৮ রানে আউট হলে সেবার আর সেঞ্চুরি স্পর্শ করা হয়নি। তবে বাংলাদেশ সফরে এসে এবার আর সেঞ্চুরি মিস করলেন না আফগান ব্যাটসম্যান রহমত শাহ। দুর্দান্ত ইনিংসে দলকে টেনে নেওয়ার পাশাপাশি তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
শুধু ক্যারিয়ারের নয়, আফগানিস্তানের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ানও এখন রহমত। দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করতে পারায় গর্বিত তিনি। ম্যাচ শেষে আয়ারল্যান্ডে ভেঙে যাওয়া স্বপ্ন বাংলাদেশে পূরণ করার অনুভূতি জানাতে ভুল করলেন না ২৬ বছর বয়সী ব্যাটসম্যান।
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অফস্পিনার নাঈম হাসানের বল বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন রহমত। রেকর্ডময় সেঞ্চুরি নিতে ১৮৬ বল খেলেন তিনি, যাতে ছিল ১০টি বাউন্ডারি ও দুটি ছক্কা। শতক ছোঁয়ার পর অবশ্য বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। শতকের পর নাঈমের বলের সাজঘরে ফেরেন ১০২ রানে।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে রহমত বলেন, ‘আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে আমি যখন ৯৮ রান করে আউট হয়েছি তখন স্বাভাবিকভাবেই খুব বিরক্ত হয়েছিলাম। এরপরও স্বপ্ন দেখি। আজ আমি সুযোগ পেলাম ও সেঞ্চুরি করলাম।’ তিনি আরো বলেন, ‘এই সেঞ্চুরি আমার জন্য অনেক গর্বের মুহূর্ত। আমি প্রথম ব্যক্তি যে দেশের হয়ে টেস্টে প্রথম অর্ধশতক করেছি আর এখন সেঞ্চুরি করলাম।’
উল্লেখ্য, রহমত শাহ ও আসগর আফগানের ব্যাটে চড়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দারুণ কাটে আফগানিস্তানের। পাঁচ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা। ৮৮ রানে অপরাজিত ছিলেন আসগর আফগান।