রশিদের দিনে বিবর্ণ বাংলাদেশ

Looks like you've blocked notifications!

ব্যাট হাতে খেললেন ৫১ রানের ইনিংস। বল হাতে নিজের প্রথম ওভারেই উইকেট। পঞ্চম ওভারে আরো দুই উইকেট। চা বিরতির পর আরেকটি উইকেট। সব মিলিয়ে নেতৃত্বের অভিষেক দারুণভাবে রাঙালেন আফগান অধিনায়ক রশিদ খান। উজ্জ্বল রশিদের দিনে টেস্ট ক্রিকেটে নবাগত আফগানিস্তানের সামনে বিবর্ণ বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতেও দাপট দেখাল সফরকারীরা। তাতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। ৪৪ রানে অপরাজিত আছেন মোসাদ্দেক হোসেন। তাঁর সঙ্গে ১৪ রানে আছেন তাইজুল ইসলাম। ১৪৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে সাকিব আল হাসানের দল।  

প্রথম ইনিংসের আফগানিস্তানের ৩৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিবর্ণ বাংলাদেশ। আউট হওয়া প্রথম ছয় ব্যাটসম্যানের স্কোর যথাক্রমে ০, ১৭, ৩৩, ১১ ,০, ৬ ।  বাজে শটে ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন সাদমান। ইনিংস বড় করতে পারলেন না সৌম্যও। ৬৬ বল মোকাবিলা করে ১৭ রান নিয়ে ফিরে গেলেন মোহাম্মদ নবির বলে। ৩৩ রান করা লিটনকে নিজের প্রথম শিকার বানান রশিদ। এরপর আফগান অধিনায়কের বলে কাটা পড়েন বাংলাদেশ অধিনায়ক সাকিব। এলবির ফাঁদে ফেলে বাংলাদেশ অধিনায়ককে ১১ রানে মাঠ ছাড়া করেন রশিদ। একই ওভারের শেষ বলে মুশফিককেও সাজঘরের পথ দেখান তিনি। এরপর মাহমুদউল্লাহকেও ৭ রানে বোল্ড করেন। ১০৪ রানে ৬ উইকেট হারানোর বাংলাদেশের চারটিই নেন রশিদ।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে মোসাদ্দেক ছাড়া রানের দেখা পান মুমিনুল হক। হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে ৫২ রানে বিদায়ে নেন তিনি। মূল ব্যাটসম্যানদের হারিয়ে বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। শেষের দিকে মোসাদ্দেকের ব্যাটে চড়ে ১৯৪ রানে দিন শেষ করতে পারে স্বাগতিকরা।  

আফগানিস্তানের হয়ে বল হাতে ৪ উইকেট নেন রশিদ। ২ উইকেট নেন মোহাম্মদ নবি। আর কায়েস আহমেদ নেন ১ উইকেট।

এর আগে ২৭১ রানে পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করে আফগানিস্তান। দ্বিতীয় দিনের শুরুতেই আফগানিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। আসগর আফগানকে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন। সেঞ্চুরির দুয়ার থেকে ৮ রান দূরে থাকতেই সাজঘরে ফেরেন আসগর। ৯২ রানে আউট হন তিনি। ১৭৪ বলের ইনিংসটিতে ছিল তিনটি বাউন্ডারি ও দুটি ছ্ক্কা।

আসগরের পর জাজাইকেও টিকতে দেননি তাইজুল। পাঁচ ওভার বাদে জাজাইকে সরাসরি বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। ফেরার আগে ৪১ রান করেন জাজাই।

পরের শিকার অবশ্য অধিনায়ক সাকিব আল হাসানের। ৯ রানে কায়েস আহমেদকে ফিরিয়ে নিজের প্রথম উইকেটের দেখা পান অধিনায়ক। পাঁচ রানের মাথায় সাকিবের বলে কাটা পড়েন ইয়ামিনও। তার মধ্যে অবশ্য সফরকারীদের রানের গতি বাড়িয়েছেন রশিদ খান। ৬১ বলে ৫১ রানের ইনিংস খেলে দলকে বেশ ভালো পুঁজি এনে দেন অতিথি অধিনায়ক। রশিদ খানকে ফিরিয়ে আফগান শিবিরে শেষ আঘাত হানেন মেহেদী মিরাজ। তাতে দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত ব্যাট করতে ৩৪২ রানে থামে আফগানিস্তানের প্রথম ইনিংস। 

বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন তাইজুল। নাঈম  ১৩ ওভারে ৪৩ রান খরচায় দুই উইকেট তুলে নেন। ৬৪ রান দিয়ে সমান দুটি উইকেট নেন সাকিব। আর একটি করে  উইকেট পান মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী মিরাজ।