দুবাই চ্যাম্পিয়নশিপ

জোকোভিচকে হারিয়ে ফেদেরার চ্যাম্পিয়ন

Looks like you've blocked notifications!
শুধু টেনিস নয়, তিনি এখন দুবাই চ্যাম্পিয়নশিপেরও ‘রাজা’। ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে টুর্নামেন্টের সপ্তম শিরোপা-ট্রফির সামনে হাস্যোজ্জ্বল রজার ফেদেরার। ছবি : রয়টার্স

সপ্তমবারের মতো দুবাই চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন রজার ফেদেরার। ফাইনালে তিনি ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন টেনিস র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা নোভাক জোকোভিচকে।  

এ বছরের শুরুটা ভালো হয়নি ফেদেরারের। অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডেই হেরে যান রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক। তবে অনেক সাফল্যের স্মৃতিবিজড়িত দুবাইয়ে ফিরেই জ্বলে উঠলেন সুইস তারকা।

২০০৯ সাল থেকে দুবাই চ্যাম্পিয়নশিপের শিরোপা ভাগ করে নিচ্ছেন ফেদেরার ও জোকোভিচ। ব্যতিক্রম হয়নি এবারও। এবার জিততে পারলে পাঁচটি শিরোপা নিয়ে ফেদেরারের কাছাকাছি যেতে পারতেন জোকোভিচ। তবে গত জানুয়ারিতে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেও দুবাইয়ে ফেদেরারের সঙ্গে তিনি পেরে ওঠেননি।