সাকিবদের ওপর বেশ ক্ষেপেছেন পাপন
চট্টগ্রাম টেস্টের এখন যে অবস্থা, তা দেখে এই ম্যাচের ফল কী হবে, সেটা যে কেউই বলে দিতে পারে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লক্ষ্য ৩৯৮ রানের। জিততে হলে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে। কারণ, এর আগে এত রান টপকে কখনোই জিততে পারেনি লাল-সবুজের দল। কিন্তু ইতিহাস গড়া তো দূরে থাক, দ্বিতীয়বার ব্যাট করতে নেমে বাংলাদেশের যা অবস্থা, তাতে লজ্জার হারের সামনে স্বাগতিকরা।
সেই ২০০০ সালে টেস্ট ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। সেখানে মাত্র গত বছর টেস্ট অভিষেক হয় আফগানিস্তানের। এই সময়ে মাত্র দুটি টেস্ট খেলেছে তারা। সে ক্ষেত্রে টেস্ট অভিজ্ঞতা কিংবা মাঠের পারফরম্যান্স সবকিছুতেই এগিয়ে টাইগাররা। তারপরও এই নবীন দলটির সামনে টেস্ট ক্রিকেটে প্রথম দেখায় করুণ অবস্থা বাংলাদেশের।
টাইগারদের এমন পারফরম্যান্সে হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল রোববার সাংবাদিকদের সামনে পাপন বলেন, ‘এটা খুবই দুঃখজনক, খুবই খারাপ। আমি পরশু রাতে এসেছিলাম, কালকে সকালেই আমার ফ্লাইট ধরার কথা। কিন্তু এই প্ল্যান-স্ট্র্যাটেজি দেখে আমি এতই হতাশ যে যাওয়ার চিন্তাই বাদ দিয়ে দিয়েছি। যেটা শুরু হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলে আর লাভ নেই। সামনে টি-টোয়েন্টি আছে, তখন থেকে নতুন করে আমাদের চিন্তা করতে হবে।’
বোলিংয়ে ব্যর্থ, লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে ব্যাটিংয়েও চরম ব্যর্থ। মাঠে শরীরী ভাষাও ঠিক নেই স্বাগতিকদের। ক্রিকেটারদের এমন অবস্থা নিয়ে পাপনের মন্তব্য, ‘আমি বলব, কৃতিত্ব অবশ্যই আফগানিস্তানের। কারণ, তারা টেস্টের মতো করে ব্যাট করেছে। তাদের একজন সেঞ্চুরি করেছে, অন্যরা আশি-নব্বই করে রান করেছে। আমাদের অন্য সব বাদ দিলাম; সাকিব, মুশফিক, রিয়াদরা যদি পঞ্চাশও করতে না পারে, তাহলে আমাদের ওই ম্যাচ জেতার কোনো সম্ভাবনা নাই। (ব্যাটসম্যানদের দেখে) আমার মনেই হয়নি যে এটা একটা টেস্ট হচ্ছে।’