এক ম্যাচে দুবার ‘জাতীয় সংগীত বিভ্রাট’, ক্ষমা চাইলেন ফরাসি কোচ

Looks like you've blocked notifications!

ইউরো বাছাইয়ে গত শনিবার রাতে আলবেনিয়াকে হারিয়েছে ফ্রান্স। ঘরের মাঠে ম্যাচটিতে ৪-১ গোলে জিতেছিল ফরাসিরা।

ম্যাচটি মাঠে গড়ানোর আগে অবাক করা কাণ্ড ঘটিয়ে বসে স্বাগতিক ফ্রান্স। খেলা শুরুর আগে জাতীয় সংগীত গাইতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন আলবেনিয়ার ফুটবলাররা। কিছুক্ষণ পর সংগীত বেজে উঠল। কিন্তু মুহূর্তের মধ্যে তুলকালাম কাণ্ড। কারণ যে সংগীত বাজল, সেটা আলবেনিয়ার জাতীয় সংগীত নয়! আলবেনিয়ার বদলে অ্যান্ডোরার জাতীয় সংগীত বাজায় স্বাগতিক কর্তৃপক্ষ।

বিভ্রাটের তখন কেবল শুরু। ভুল জাতীয় সংগীত শুনে বেশ অবাক হন অতিথি ফুটবলাররা। প্রতিবাদ জানান গ্যালারিতে থাকা আলবেনিয়ার সমর্থকরাও।

এরপর সৃষ্টি হয় আরেক বিব্রতকর পরিস্থিতি। আলবেনিয়ার জাতীয় সংগীত বাজানোর  আগে স্টেডিয়ামের মাইকে ঘোষণা করা হয়, ‘আর্মেনিয়ার জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে।’

এর পর কেটে যায় আরো সাত মিনিট। অবশেষে বাজানো হয় আলবেনিয়ার জাতীয় সংগীত। এই বিভ্রাটের কারণে ম্যাচও শুরু হয় দেরিতে।

ম্যাচ শেষে আলবেনিয়ার সমর্থক ও ফুটবলারদের কাছে ক্ষমা চান ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘ভুল জাতীয় সংগীত চলার পরে বিপক্ষ দলের কোচ ও রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের কাছে ক্ষমা চেয়েছি। এ ধরনের পরিস্থিতি যেন কখনো আর তৈরি না হয়। যেকোনো দেশকেই এ রকম পরিস্থিতি অপ্রস্তুত করে দিতে পারে। এত বড় ভুল কারোরই কাম্য নয়।’

এ ঘটনায় ক্ষমা চেয়ে টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোও। ওই টুইটের কথা উল্লেখ করে এক টুইট বার্তায় ফ্রান্সের প্রধানমন্ত্রী ইডি রামা লেখেন, ‘জাতীয় সংগীতের বিভ্রাটের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি একে ‘অগ্রহণযোগ্য ভুল’ বলে অভিহিত করেছেন।’