অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটের দুই ফরম্যাটের অধিনায়ক তিনি। সামনে সুযোগ রয়েছে ওয়ানডে দলেরও নেতৃত্ব পাওয়ার। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান অধিনায়কত্ব না করাটাই নিজের জন্য ভালো বলে মনে করেন। কারণ একইসঙ্গে নিজের পারফরম্যান্স ও দলীয় বিষয় নিয়ে চিন্তা করতে আগ্রহী নন তিনি। বরং ক্রিকেট মাঠে ভালো করতে শুধু ব্যক্তিগত দিক নিয়েই ভাবতে চান বিশ্বসেরা অলরাউন্ডার।
তবে নেতৃত্ব যদি দিতেই হয়, তাহলে বিসিবির সঙ্গে অবশ্যই আলোচনায় বসতে চান। নিজের পরিকল্পনা অনুসারে সব সাজাতে চান নতুন করে। গতকাল সোমবার নিজের নেতৃত্ব প্রসঙ্গে সাকিব বলেন, ‘অধিনায়কত্ব যদি না করতে হয় তাহলে আমার মনে হয় সবথেকে ভালো হবে আমার জন্য। আমার কাছে মনে হয় ক্রিকেটের জন্য ভালো হবে ব্যক্তিগত দিক থেকে চিন্তা করলে। আর নেতৃত্ব যদি দিতেই হয় তাহলে অবশ্যই অনেক কিছু নিয়ে আলোচনা করার ব্যাপার আছে।’
চট্টগ্রাম টেস্টের ব্যর্থতা শেষে সংবাদমাধ্যমে উঠে এসেছে নানা বিষয়। এক এক করে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। তারমধ্যে ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো বা ‘রোটেশন পলিসি’ চালুর উল্লেখ করেছেন সাকিব। তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে কে কোন ফরম্যাটের জন্য ভালো হবে। সেটাতেই লেগে থাকতে হবে। খুব বেশি বাছাই করার আমাদের জায়গা নেই। কারণ ঢাকা প্রিমিয়ার লিগ যদি দেখেন, একটি সেট আপে হয়, যেখানে মাত্র ১০-১১টি ম্যাচ হয়। এগুলো দেখেই আমাদের খেলোয়াড় বাছাই করতে হয়। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল, সেখান থেকে খেলোয়াড় বাছাই করতে হয়। একটি হয় জাতীয় লিগ। এই তিন ফরম্যাট থেকে আমাদের তিন ধরনের খেলোয়াড় বাছাই করতে হয়। তাই খুব বেশি অপশন আছে বলে আমার মনে হয় না।’
সাকিব আরও বলেন, ‘আসলে এটা উপলব্ধি করতে হবে যে, ওই খেলোয়াড়ের ওই ফরম্যাট খেলা প্রাপ্য, তার ওই ফরম্যাটে ভালো করার সম্ভাবনা আছে। আমার কাছে মনে হচ্ছে, সামগ্রিক একটি বড় পরিকল্পনা করে এগোতে হবে। তা না হলে হয়তো এমন ফলাফল মাঝে মাঝেই চলে আসবে।’