আজ আরেকটি আফগান পরীক্ষার সামনে বাংলাদেশ

গতকাল সোমবার টেস্ট ক্রিকেটে নবীন আফগানদের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। হেরেছে ২২৪ রানের বিশাল ব্যবধানে। আজ আরেকটি আফগান পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। তবে সেটা বাইশ গজে নয়, ফুটবল মাঠে। কাতার বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ মঙ্গলবার ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। তাজিকিস্তানের দুশানবেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ফিফার ম্যাচ অনুসারে মাঠের লড়াইয়ে দুই দল সমানে সমান। ছয়বারের দেখায় সমান একটি করে জয় পেয়েছে দুই দল। বাকি চারটিতেই ড্র। মুখোমুখি পরিসংখ্যান যখন এমন, তখন বাংলাদেশ ভালো কিছু আশা করতেই পারে। তবে শঙ্কাও আছে, কারণ ফুটবল মাঠে আফগান অতটাও সহজ প্রতিপক্ষ নয়। ফিফা র্যাঙ্কিংয়েও এগিয়ে আফগানিস্তান, ১৪৯তম অবস্থানে। সে তুলনায় বাংলাদেশ ১৮৩।
তবুও ভালো কিছুর জন্য মুখিয়ে আছেন বাংলাদেশ কোচ জেমি ডে। ম্যাচের সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘ছেলেরা ভালোভাবে অনুশীলন করেছে। তাদের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সেও আমি খুশি। তবে ভালো একটি দলের বিপক্ষে খুব কঠিন একটা ম্যাচ হবে। আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আফগানিস্তান ভালো দল। তারা বিশ্বকাপের আয়োজক কাতারের কাছে হেরেছে। আমি বিশ্বাস করি না, তাদের আগের ম্যাচের হারে আমাদের কোনো সুবিধা আছে।’
আফগানদের বিপক্ষে জিতলে সেটা বেশ চমৎকার হবে বলে মানছেন জেমি ডে। বললেন, ‘পরিসংখ্যানও দেখাচ্ছে ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিন হবে, কেননা ১৯৭৯ সালের পর বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারেনি। তাই আমরা যদি ইতিবাচক একটা ফল পাই, তাহলে সেটা চমৎকার একটা অর্জন হবে।’
বাংলাদেশ দল
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল ইসলাম সোহেল, আনিসুর রহমান জিকো।
রক্ষণভাগ: টুটুল হোসাইন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত।
মধ্যমভাগ: মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া (অধিনায়ক), মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোহাম্মদ রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম।
আক্রমণভাগ: মোহাম্মদ নাবীব নেওয়াজ জীবন, মহিবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, জুয়েল রানা।