ফিফা সভাপতি হওয়ার ইচ্ছা নেই : রোনালদো
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন ভীষণ সংকটে। দুর্নীতির অভিযোগে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। দীর্ঘ ১৭ বছর ধরে ফিফার দণ্ডমুণ্ডের কর্তা ব্ল্যাটার তিন মাসের জন্য ফুটবলের সব কর্মকাণ্ড থেকে নিষিদ্ধও হয়েছেন।
আগামী ২৬ ফেব্রুয়ারি সভাপতি সভাপতি নির্বাচন। এবার না হোক, ভবিষ্যতে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফিফা সভাপতি হিসেবে দেখা গেলে কেমন হবে? রোনালদো নিজে অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। রিয়াল মাদ্রিদ তারকার ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই নেই।
‘রোনালদো’ প্রামাণ্যচিত্রর উদ্বোধনী শো উপলক্ষে তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার এ মুহূর্তে লন্ডনে। মা আর ছেলে ছাড়াও তাঁর সঙ্গে আছেন পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন। সেখানেই রোনালদোর কাছে প্রশ্ন রাখা হয়েছিল তিনি ফিফা সভাপতি হতে আগ্রহী কি না। এমন প্রশ্নে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতার সপ্রতিভ জবাব, ‘আমি ফিফা সভাপতি হওয়ার মতো চটপটে নই। ভবিষ্যতে আমার জীবনে কী ঘটতে পারে তা নিয়েও আমি চিন্তিত নই। আমার ধারণা আমি আরো কয়েক বছর ফুটবল খেলতে পারব। তবে ভবিষ্যতে আমার বেশ কিছু পরিকল্পনা আছে। ফিফা সভাপতি হওয়ার চেয়ে সেসব অনেক বেশি আকর্ষণীয়।’
প্রামাণ্যচিত্রটি নিয়েও কথা বলেছেন রোনালদো। ছবিটা নিয়ে তিনি বেশ সন্তুষ্ট, ‘যাঁরা আমাকে চেনেন, ছবিটা দেখে তাঁরা মোটেও বিস্মিত হবেন না।’ ফুটবল মহাতারকার জীবন ও ক্যারিয়ার নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটাতে দেখা যাবে তাঁর ছেলে জুনিয়রকেও। রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস বলেছেন, ‘আপনারা আসল ক্রিস্টিয়ানোকে দেখার সুযোগ পাবেন ছবিতে।’