নেইমার ইস্যুতে বার্সার চেষ্টা নিয়ে সন্দিহান মেসি

নতুন মৌসুমের দলবদলে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ব্রাজিল তারকা নেইমারকে নিয়ে। গত ২ সেপ্টেম্বর ছিল ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডোর শেষ দিন। নেইমার যে এই মৌসুমে আর বার্সায় ফিরছেন না, তা সেদিনই মোটামুটি নিশ্চিত হয়।
২০১৯-২০ মৌসুমে পুরোনো ক্লাব বার্সায় ফিরতে মরিয়া ছিলেন নেইমার। লিওনেল মেসি থেকে শুরু করে বার্সা সতীর্থরাও চেয়েছেন যে নেইমার ফিরে আসুক। কিন্তু শেষ পর্যন্ত নেইমারকে কিনতে পারেনি বার্সেলোনা। শোনা যায়, কয়েক ধাপে চেষ্টা করেও পিএসজির সঙ্গে বনিবনা না হওয়া ব্যর্থ হয়েছে কাতালান ক্লাবটি।
কিন্তু বার্সেলোনার এই চেষ্টা নিয়ে সন্দেহ জাগে সবার। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো অন্তত সেই ইঙ্গিতই দিয়েছিল। এবার একই কথা শোনা যায় বার্সা ফরোয়ার্ড লিওনেল মেসির মুখেও। নেইমারকে ফেরাতে বার্সা কর্তৃপক্ষ ঠিক কতটা চেষ্টা করেছে, সেটা নিয়ে সন্দিহান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
নেইমার ইস্যুতে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে মেসি বলেন, ‘নেইমার ফিরলে ভালো হতো। সত্যি বলতে, তাঁকে ফেরাতে বার্সা সব রকম চেষ্টা করেছে কি না, সেটা আমি জানি না। এটাও সত্য, পিএসজির সঙ্গে চুক্তি করা সহজ নয়।’
এ বছর নেইমারকে বার্সা শিবিরে খুব করে চেয়েছিলেন মেসি। কিন্তু শেষ মুহূর্তে না হওয়ায়ও চিন্তিত নন তিনি। যে দল আছে, সেটা নিয়েই লড়াই করে যেতে চান মেসি। তিনি বলেন, ‘নেইমারকে কেনার কথা আমি বলিনি। আমি শুধু কেনার বিষয়ে নিজের মতামত দিয়েছি। তবে সে না ফেরায় আমি হতাশ নই। আমাদের স্কোয়াড অনেক দুর্দান্ত। আমাদের দল যেকোনো কিছুর জন্য লড়াই করতে পারে, এমনকি নেইমারকে ছাড়াই।’
সম্প্রতি মেসির বার্সার ছাড়ার গুঞ্জন ওঠে। বিষয়টি নিয়ে মেসির বক্তব্য, ‘এটা হচ্ছে (বার্সেলোনা) আমার ঘর। কখনোই আমার বাড়ি ছেড়ে যেতে পারব না। তবে আমি সবকিছু জিততে চাই।’