‘ওভাই’ জিতবেন কোন ভাই?

Looks like you've blocked notifications!
ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিয়ে মাসাকাদজা, সাকিব ও রশিদ। ছবি : এনটিভি

সাকিব আল হাসান ছাড়া অন্য দুই অধিনায়কের কাছে ঢাকা অচেনা কোনো শহর নয়। বরং ওই দুই অধিনায়কই দাবি করতে পারেন ঢাকা তো খুব কাছের শহরটিরই নাম। হ্যামিল্টন মাসাকাদজা ও রশিদ খান বিপিএলে নিয়মিত খেলেন। আর নিজ দলের হয়ে সফর তো আছেই।

আগামীকাল শুক্রবার থেকে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। তার আগে আসরের ট্রফি উদ্বোধন করলেন তিন অধিনায়ক- সাকিব, মাসাকাদজা ও রশিদ। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে হাসিমুখেই ট্রফির ওপর থেকে কাপড় সরালেন তাঁরা। তিন অধিনায়কের সঙ্গে ট্রফিটি তুলে ধরেছেন সিরিজে স্পন্সর ‘ওভাই’-এর প্রধান নির্বাহী (সিইও) আনিস আহমেদ।         

ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে নিঃসন্দেহে দুর্দান্ত আফগানরা। অনেকদিন খেলার মধ্যে না থাকা জিম্বাবুয়েকেও পিছিয়ে রাখারা উপায় নেই। বাংলাদেশের এই ফরম্যাটে দুর্বলতা থাকলেও ঘরের মাঠে প্রতিপক্ষের জন্য স্বাগতিকরা কঠিন প্রতিপক্ষ। সবমিলিয়ে একটা প্রতিযোগিতাপূর্ণ সিরিজ আশা করতেই পারে ক্রিকেট ভক্তরা।

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে। তাদের ৭ ধাপ ওপরে আফগানিস্তানের অবস্থান সাতে। আর বাংলাদেশ আছে ১০ নম্বরে।

কাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম তিনটি ম্যাচ ঢাকায়, বাকি তিন ম্যাচ খেলা হবে চট্টগ্রামে। প্রত্যেক দল পরস্পরের সঙ্গে দুটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সেরা দুটি দল খেলবে ফাইনাল। ২৪ সেপ্টেম্বরের ফাইনালটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

১৩ সেপ্টেম্বর, শুক্রবার

বাংলাদেশ-জিম্বাবুয়ে

শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা

১৪ সেপ্টেম্বর, শনিবার

আফগানিস্তান-জিম্বাবুয়ে

শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা

১৫ সেপ্টেম্বর, রোববার

বাংলাদেশ-আফগানিস্তান

শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা

১৮ সেপ্টেম্বর, বুধবার

বাংলাদেশ-জিম্বাবুয়ে

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

২০ সেপ্টেম্বর, শুক্রবার

আফগানিস্তান-জিম্বাবুয়ে

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

২১ সেপ্টেম্বর, শনিবার

বাংলাদেশ-আফগানিস্তান

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার

ফাইনাল

শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা