আফগানিস্তান ম্যাচের আগে হঠাৎ দলে পেসার রনি
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আগামীকাল রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটিকে সামনে রেখে হঠাৎ বাংলাদেশ দলে নেওয়া হয়েছে পেসার আবু হায়দার রনিকে।
আজ শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রনিকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরআগে টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচের জন্য ইয়াসিন আরাফাত ও তাইজুল ইসলামকে নিয়ে ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। এবার রনি নেওয়ায় দল হয়েছে ১৪ সদস্যের।
২০১৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল আবু হায়দার রনির। শেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের হয়ে খেলেন তিনি।
উল্লেখ্য সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দলের বোলিং শক্তি বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল রোববার সন্ধ্যায় আফগানদের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত ও আবু হায়দার রনি।