অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

Looks like you've blocked notifications!

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে গতকাল শনিবার হুট করেই বাংলাদেশ দলে নেওয়া হয়েছে পেসার আবু হায়দার রনিকে। অবশ্য আজকের ম্যাচের একাদশে তাঁকে নেওয়া হয়নি। প্রথম ম্যাচের একাদশ নিয়েই আজ রোববার আফগান বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতেছেন আফগান অধিনায়ক রশিদ খান। বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অতিথি অধিনায়ক।

গত শুক্রবার শুরু হয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এর আগে গত সপ্তাহে স্বাগতিক বাংলাদেশকে টেস্টে হারিয়ে রীতিমতো লজ্জা দিয়েছে রশিদ খানের দল।

আইসিসির র‍্যাঙ্কিংও কথা বলছে আফগানিস্তানের পক্ষে। ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে টাইগারদের সবচেয়ে খারাপ রেকর্ড এই টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে। সেখানে আফগানিস্তান অনেকটাই এগিয়ে। র‍্যাঙ্কিংয়ে সাতে আছে আফগানরা। তাই আজ আফগানিস্তানের বিপক্ষে কিছুটা পিছিয়ে থেকেই মাঠে নামে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।