বাংলাদেশকে চাপে রাখতে চায় জিম্বাবুয়ে
আগামীকাল বুধবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজে আগের দুই ম্যাচেই হেরেছে অতিথি জিম্বাবুয়ে। আর স্বাগতিক বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে যায় আফগানিস্তানের কাছে। তাই দুই দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে স্বাগতিকদের চাপে রাখতে চায় জিম্বাবুয়ে।
আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় পর্ব। এই ম্যাচে সাফল্যে আশাবাদী জিম্বাবুয়ের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলিয়ামস, ‘আমি জানি বাংলাদেশের ব্যাটসম্যানরা শট খেলতে পছন্দ করে। আমাদের বিপক্ষে তারা আগ্রাসী ব্যাট করার চেষ্টা করবে। ওদের মতো ক্রিকেটারদের বিপক্ষে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ। তাদের বাউন্ডারি মারা থেকে বিরত রাখতে পারলে আমাদের জন্য ভালো হবে, তাহলে তারা চাপে পড়বে।’
কাজটা বেশ কঠিনই বলে মনে করেন এই জিম্বাবুয়ে ব্যাটসম্যান, ‘বাংলাদেশ দলে বেশ কয়েকজন অলরাউন্ড আছেন। তাছাড়া সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকের মতো ক্রিকেটার রয়েছেন, যাদের সমীহ করা যায়। আমরা নিজেদের খেলাটা খেলতে চাই। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে।’
ঢাকা পর্বে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ তিন উইকেটে হারিয়েছিল এই জিম্বাবুয়েকে। আফিফ হোসেনের দারুণ একটি ইনিংসের ওপর ভর করেই এই সাফল্য পায় তারা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ২৫ রানে হেরে যায় সাকিব-মুশফিকরা।
জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল ২৮ রানে। সিরিজে তাই বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন রাশিদ-নবিরা। টানা দুই ম্যাচেই জিতেছে তারা।