‘খুশিতে সারা রাত ঘুমাতে পারিনি’

Looks like you've blocked notifications!

‘বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির পর সোহেল স্যার (বিসিবির কোচ সোহেল ইসলাম) আমাকে ফোন দিয়ে বলেন, তুই কি কিছু জানিস? আমি বললাম, না স্যার কিছু তো জানি না। এরপর বললেন, আচ্ছা ঠিক আছে অপেক্ষা কর, একটি ভালো সংবাদ পাবি। এরপর সাব্বির ভাই (লজিস্টিকস ম্যানেজার) আমাকে ফোন দিয়ে বললেন, অভিনন্দন, তোমাকে জাতীয় দলে ডাকা হয়েছে। এই সংবাদ শোনার পর খুশিতে সারা রাত ঘুমাতে পারিনি।’ -  প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার রোমাঞ্চ নিয়ে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এভাবেই বলেন আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েই রীতিমতো সাড়া ফেলে দেন বিপ্লব। কারণ ব্যাটসম্যান বিপ্লবকে মূলত বোলারের বিবেচনায় দলে নিয়েছেন নির্বাচকরা। প্রথমবার ডাক পেয়ে একাদশেও সুযোগ পেয়ে যান তরুণ এই ক্রিকেটার। আর হুট করে পাওয়া সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে কিছু করার সুযোগ না পেলেও বল হাতেই দুর্দান্ত করেন। নিজের কোটার চার ওভার বোলিং করে মাত্র ১৮ রানে নেন দুটি উইকেট।

মূলত ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরেই নির্বাচকদের নজরে আসেন বিপ্লব। সেটা ছিল ব্যাটসম্যান হিসেবে। বিকেএসপির মতো দলকে একাই টেনেছেন তিনি। ১৩ ম্যাচে করেছিলেন ৪৪০ রান। যাতে হাফসেঞ্চুরি ছিল চারটি। সেই ব্যাটসম্যান বিপ্লব গতকাল দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচ রাঙিয়েছেন বোলার হিসেবে। তরুণ এই লেগ স্পিনারের ডাক পাওয়া নিয়ে অনেকেরই বেশ কৌতূহল ছিল। সেই কৌতূহল মেটাতে আজ সাংবাদিকদের অভিষেক গল্প শোনালেন বিপ্লব। সেই সঙ্গে শোনালেন দেশের হয়ে প্রথম মাঠের নামার অনুভূতি, ‘আসলে সব ক্রিকেটারের স্বপ্ন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা। আমার খুব ভালো লাগছিল (মাঠে নামার সময়)। ছোটবেলা থেকে যাদের খেলা দেখে এসেছি, তাদের সঙ্গে খেলা স্বপ্নের মতো। গর্বের একটা অনুভূতি।’

অভিষেক ম্যাচে প্রথম ওভারেই উইকেটের দেখা পান বিপ্লব। বোলিংয়ের শুরুতে কিছুটা সমস্যা হলেও পরে সিনিয়র সতীর্থদের প্রেরণায় আর পেছনে তাকাতে হয়নি। বিপ্লব বলেন, ‘আমি যখন বোলিংয়ে যাই তখন একটু সমস্যা হচ্ছিল। এরপর সাকিব ভাই বললেন, যে তুই নরমাল যেমন বোলিং করিস সেটাই করার চেষ্টা কর। এরপর রিয়াদ ভাই, মুশফিক ভাই সবাই ভালো সাপোর্ট করছিলেন, যে ভালো জায়গাতে বোলিং করলেই হবে। আমি শুধু সেটাই করার চেষ্টা করেছি। এরপর আল্লাহ্‌র রহমতে ভালো হয়েছে।’

দীর্ঘদিন ধরে একজন লেগ স্পিনারের খোঁজে ছিল বাংলাদেশ। নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও চেয়েছেন একজন লেগ স্পিনার। অবশেষে বিপ্লবের মাঝে সেই ছায়া দেখছে দেশের ক্রিকেট। বিপ্লব নিজেও চেষ্টা করছেন নিজেকে নিয়ন্ত্রণে রেখে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে, ‘আমি অনুভব করি নিজের প্রতি নিয়ন্ত্রণটা অনেক বড় জিনিস। নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক গুরুত্বপূর্ণ। আমি এর আগে দেখেছি যে কারা কী করেছে? আমার চেষ্টা থাকবে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করে দিনের পর দিন নিজের উন্নতি করার।’