এত আক্ষেপ কোথায় রাখবেন জিদান?

Looks like you've blocked notifications!

এইডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল ও করিম বেনজেমা- তিন তারকাকে আক্রমণভাগে নিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। যাদের আক্রমণভাগে নেইমার, এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের কেউ নেই। এরপরও পিএসজির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হলো রিয়াল মাদ্রিদ।  

ইউরোপ সেরা আসরে এমন হতাশাজনক পারফরম্যান্স গত ১৬ বছরেও দেখেননি বার্নাব্যুয়ের সমর্থকরা। মোটকথা জিনেদিন জিদানের অধীনে এটাই হলো চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সবচেয়ে বড় ব্যবধানের হার।

পুরো ম্যাচজুড়ে শিষ্যদের আত্মবিশ্বাসের অভাব দেখেছেন রিয়াল কোচ জিদান। খেলোয়াড়দের এই আত্মবিশ্বাসের অভাবই দলটিকে পিছিয়ে নিচ্ছেন বলে মনে করছেন ফরাসি কোচ, ‘আমাদের যেই মানের দল সেই হিসেবে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারিনি। সুযোগ তৈরি করায় তারা ভালো করেছে, তবে সেটা আমাকে ভাবাচ্ছে না। আমাকে যা ভাবাচ্ছে তা হলো আমাদের আত্মবিশ্বাসের অভাব।’

অবশ্য গত মৌসুম থেকেই বেশ হতাশার মধ্যে কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে একের পর এক যোগ হচ্ছে হারের তিক্ততা। এতকিছুর পরও ভেঙে করছেন না জিদান। বলছেন, ‘আমি কাউকে বাইরে রাখছি না। আমরা এখন সবাই এক নৌকায় আটকে আছি। তাই এই হারের দায় সবার। আমরা জিতলে এক সঙ্গে জিতি, হারলে এক সঙ্গেই হারি।’

ম্যাচটিতে গতকাল বুধবার রাতে পিএসজির মাঠে ৩-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। মূল তারকাদের ছাড়া খেলতে নামা পিএসজির হয়ে দারুণ ছন্দে ছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তিন গোলের দুই গোলই তাঁর। অন্য গোলটি করেন তমা মুনিয়ে।