অপেক্ষার পর সফল সাকিব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/22/photo-1569118076.jpg)
ইংল্যান্ড বিশ্বকাপে দারুণ সময় কাটিয়েছেন। তবে দেশে ফিরে বোলিংটা ঠিকমতো হলেও ব্যাট হাতে রান পাচ্ছিলেন না সাকিব আল হাসান। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে টেস্টের দুই ইনিংসে করেন ১১ ও ৪৪। চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচে করেন ১, ১৫ ও ১০।
এই রানখরার মধ্যেও নিজেকে ফর্মহীন মনে করেননি বাংলাদেশ অধিনায়ক। অপেক্ষায় ছিলেন ভালো ইনিংসের। অবশেষে সফল হলেন সাকিব। গতকাল শনিবার আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ছিলেন তিনি। দলকে একাই টেনেছেন। খেলেছেন মাত্র ৪৫ বলে ৭০ রানের ম্যাচ জেতানো ইনিংস। তাতে দীর্ঘ পাঁচ বছর পর আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পায় বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘রান পাচ্ছিলাম না। কিন্তু আমার কখনোই মনে হয়নি যে আমি ফর্মে নেই। জানতাম, উইকেটে কিছু সময় কাটালেই চলবে। এটা ছিল সময়ের ব্যাপার। ম্যাচটিতে কাউকে না কাউকে ইনিংস টেনে নিতে হতো। সৌভাগ্যবশত, দলের জন্য কাজটি আমি করতে পেরেছি।’
বিশ্বসেরা এই অলরাউন্ডার আরো যোগ করেন, ‘পুরো টুর্নামেন্টে আমাদের বোলিং দারুণ হয়েছে, ফিল্ডাররা সহায়তা করেছে। কিন্তু ব্যাটিংই বারবার দলকে ভুগিয়েছে। টি-টোয়েন্টিতে সবাই একসঙ্গে রান করবে না। কিন্তু যেদিন যে রান করবে, তাকে দলের জন্য শেষ পর্যন্ত টিকতে হবে। চেষ্টা করেছি সেটি করতে।’
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ছয় বল হাতে রেখে চার উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে ৭০ রানে অপরাজিত ছিলেন জয়ের নায়ক সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে শেষ ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। এরপর গত বছর দেরাদুন থেকে শুরু করে আফগানদের সামনে টি-টোয়েন্টিতে জয়হীন ছিল টাইগাররা। দেরাদুনে তিন ম্যাচের সিরিজে তিনটিতেই হারে সাকিবরা। ঘরের মাঠেও কাটেনি সেই দুর্দশা। টানা চার হারে দুই দুলের পরিসংখ্যান দাঁড়ায় ৪-১। অবশেষে সেই হারের বৃত্ত ভাঙতে পেরেছে বাংলাদেশ। দীর্ঘ পাঁচ বছর পর চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে লাল-সবুজের দল।