জয়ের স্বস্তি নিয়ে ঢাকায় ফিরেছেন সাকিবরা

Looks like you've blocked notifications!

দলের ক্রান্তিকালে সাগরিকা থেকে বারবার স্বস্তি নিয়ে ফিরেছেন সাকিব-মুশফিকরা। এবারও ব্যতিক্রম হয়নি। টানা ব্যর্থতার বৃত্তে যখন আবদ্ধ টিম বাংলাদেশ, তখন চট্টগ্রামের ভেন্যুতেই স্বস্তির নিশ্বাস ফেলেছে স্বাগতিকরা। চলমান ত্রিদেশীয় সিরিজে গতকাল শনিবার পাঁচ বছর পর আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। তার আগের ম্যাচে হারায় জিম্বাবুয়েকে। টানা দুই জয়ের স্বস্তি নিয়ে আজ রোববার ঢাকায় ফিরেছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে কাল শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব। বাকি শুধু শিরোপা লড়াই। যেখানে একই প্রতিপক্ষের বিপক্ষে লড়বে স্বাগতিকরা। ফাইনাল ম্যাচ সামনে রেখে আজ সকালে ঢাকায় ফিরেছে বাংলাদেশ-আফগানিস্তান। বেলা সাড়ে ১১টায় ঢাকায় পা রাখে দুদল।   

আগামী মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

গতকাল নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ছয় বল হাতে রেখে চার উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে ৭০ রানে অপরাজিত ছিলেন জয়ের নায়ক সাকিব আল হাসান।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। এরপর গত বছর দেরাদুন থেকে শুরু করে আফগানদের সামনে টি-টোয়েন্টিতে জয়হীন ছিল টাইগাররা। দেরাদুনে তিন ম্যাচের সিরিজে তিনটিতেই হারে সাকিবরা। ঘরের মাঠেও কাটেনি সেই দুর্দশা। টানা চার হারে দুদলের পরিসংখ্যান দাঁড়ায় ৪-১। অবশেষে সেই হারের বৃত্ত ভাঙতে পেরেছে বাংলাদেশ। দীর্ঘ পাঁচ বছর পর চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে লাল-সবুজের দল।