তায়কোয়ান্দোতে বাংলাদেশের স্বর্ণ জয়

Looks like you've blocked notifications!

প্রথম ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ তায়কোয়ান্দোতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর ভারতের আসামের শিলচর কাছড় জেলা তায়কোয়ান্দো সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও ভারতের ১৮০ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বাংলাদেশের আটটি স্বর্ণ, দুটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জেতে। বাংলাদেশের পক্ষে রয়েল তায়কোয়ান্দো স্কুল, ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ও পির্কাড স্কুল অংশ নেয়।

যারা পদক জিতেছেন—

সাব জুনিয়ার মেয়েদের ক্যাডেট গ্রুপে +৩৮ কেজিতে শর্মী রায় (স্বর্ণ), + ৪৬ কেজিতে নুসরাত জাহান ( স্বর্ণ)। সাব জুনিয়র ছেলেদের ক্যাডেট গ্রুপে +৩৮ কেজিতে হৃদয় হাসান ( স্বর্ণ) । জুনিয়র ছেলেদের গ্রুপে +৮৭ কেজিতে মারুফ আহমেদ ( স্বর্ণ)। এ ছাড়া সিনিয়র ছেলেদের গ্রুপে -৭৪ কেজিতে ইমতিয়াজসুলতান (ব্রোঞ্জ), -৮০ কেজিতে এ ফ এম মারুফ ( স্বর্ণ), -৮৭ কেজিতে রাকিব হামিদ (স্বর্ণ), +৮৭ কেজিতে আরিফ হাসান ( রুপা), ও +৮৭ কেজিতে আরিফ হাসান ( রুপা) পদক জিতেছেন।