সিপিএল খেলতে আজই ঢাকা ছাড়ছেন সাকিব

Looks like you've blocked notifications!

নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়ন শুরু করবে বাংলাদেশ। সিরিজটিতে বেশ ফোকাসে রাখছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মূল সিরিজের আগে নিজেকে ভালোভাবে তৈরি করতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগকে (সিপিএল) বেছে নিয়েছেন তিনি। যার কারণে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ শেষে কোনো বিশ্রাম না নিয়ে ক্যারিবীয় লিগে যোগ দিচ্ছেন। সিপিএলে যোগ দিতে আজ বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা ছাড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আফগানিস্তানের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়ে গতকাল মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজ শেষ করল বাংলাদেশ জাতীয় দল। সিরিজ শেষ হওয়ায় আপাতত কিছুদিন বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। কিন্তু সতীর্থরা বিশ্রাম নিলেও বিরতি নেই সাকিবের। ভারত সফরের আগে নিজের প্রস্তুতি সারতেই আজ ওয়েস্ট ইন্ডিজে ছুটবেন বাংলাদেশ অধিনায়ক।

সিপিএলে ‘বার্বাডোজ ট্রাইডেন্টসে’র হয়ে খেলবেন সাকিব। গতকাল মঙ্গলবার সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেন দলটির কর্তৃপক্ষ। সিপিএলে খেলা নিয়ে গতকাল সিরিজের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ভারত সফরের সিপিএল আমার জন্য খুব ভালো অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমরা জানি, ভারত সফর আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

আগামী ২৮ সেপ্টেম্বর সেন্ট কিটস অ্যান্ড নেভিসের মুখোমুখি হবে বার্বাডোজ ট্রাইডেন্টস। সবকিছু ঠিক থাকলে সেন্ট কিটসের বিপক্ষেই দেখা যাবে বাংলাদেশি তারকাকে।

এর আগে ২০১৩, ২০১৬ ও ২০১৭ সালে সিপিএল খেলেছেন সাকিব। প্রথমবার ২০১৩ সালে খেলেছেন বার্বাডোজের হয়ে ও পরের বার খেলেছেন  জ্যামাইকা তালাওয়াসের জার্সিতে। আগামী ১২ অক্টোবর শেষ হবে সিপিএলের এবারের আসর। সফর শেষে দেশে ফিরে দল নিয়ে ভারতে উড়াল দেবেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।