মাদ্রিদ ডার্বিতে গোলশূন্য ড্র
ঘরের মাঠে রক্ষণ সামলে এগিয়ে যাওয়ার চিন্তায় ছিল একই শহরের দুই জায়ান্ট অ্যাথলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত রক্ষণ সামলেছে ঠিকই। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দল। ফলে স্প্যানিশ লা লিগায় ড্রতেই শেষ হলো মাদ্রিদ ডার্বি।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় গতকাল শনিবার রাতে মৌসুমের প্রথম ‘মাদ্রিদ ডার্বি’তে গোলশূন্য ছিল অ্যাথলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকে দাপটের সঙ্গে খেলেছে রিয়াল। বিরতির আগে আক্রমণে যায় অ্যাথলেতিকোও। কিন্তু জালের ঠিকানা কেউই পায়নি।
প্রথমার্ধে কয়েক দফায় সুযোগ আসে রিয়ালের সামনে। কিন্তু আক্রমণে থাকা বেল-বেনজেমা জুটি প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেননি। প্রথমার্ধে কয়েকবার সুযোগ হাতছাড়া করা বেল দ্বিতীয়ার্ধেও পারেননি। ৫৭তম মিনিটে নাচোর বাড়ানো বল ফাঁকায় পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি ওয়ালস তারকা। এরপর শেষ সুযোগ আসে ৭৪তম মিনিটে। কাজে লাগাতে হেডও নেন করিম বেনজেমা। তবে প্রতিপক্ষের গোলরক্ষক বেনজেমার লক্ষ্য পূরণ হতে দেননি। আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত গোলহীন থেকেই মাঠ ছাড়ে দুই মাদ্রিদ।
চলতি লিগের শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও এখনো হারের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। এবারের আসরের একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত জিনেদিন জিদানের দল। সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউরোপের অন্যতম সেরা দলটি।
সমান ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্রানাদা। সমান ১৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাথলেতিকো।
দিনের আরেক ম্যাচে লুইস সুয়ারেজ ও জুনিয়র ফিরপোর গোলে গেতাফেকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সা। সাত ম্যাচে চার জয়, দুই হার ও এক ড্র নিয়ে লিগে পয়েন্ট টেবিলের চারে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।