৩০ বছরে এমন বাজে সময় দেখেনি ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুম খুব বাজে কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রথম ছয় ম্যাচে দুই জয়ের বিপরীতে দুটিতে হার ও দুটিতে ড্র। সপ্তম ম্যাচে গতকাল সোমবার আর্সেনালের বিপক্ষেও ড্র করেছে। সব মিলিয়ে লিগে দুই জয়, দুই হার ও তিন ড্র নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের দশম অবস্থানে আছে লিগের অন্যতম সফল দলটি।
ইংলিশদের শীর্ষস্থানীয় লিগে শেষ কবে এত বাজে শুরু করেছে ম্যানইউ? ইতিহাস বলছে, গত ৩০ বছরেও এমন বাজে শুরু হয়নি ম্যানইউর। সাত ম্যাচ শেষে সর্বশেষ এমন ব্যর্থতা ছিল ১৯৮৯-৯০ আসরে। সে আসরেই কেবল প্রথম সাত ম্যাচের পর পয়েন্ট সংখ্যা দুই অঙ্কের ঘরে নিতে ব্যর্থ হয় ম্যানইউ। এত বছর পর চলতি আসরে আবারও এমন সময় দেখল রেড ডেভিলরা।
গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে স্কট ম্যাকটমিনের দারুণ গোলে এগিয়ে ম্যানইউ। বিরতির পর ৫৮তম মিনিটে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের গোলে সমতায় ফিরে আর্সেনাল। শেষের দিকে আর কোনো গোলের দেখা না পেলে ম্যাচটি অমীমাংসিত থেকে শেষ হয়।
চলতি লিগে সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে লিভারপুল। পাঁচ জয়, এক হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি। সাত ম্যাচে সমান তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে আর্সেনাল। সমান ১২ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড।